বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপের সময় গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন নিজ নিজ পছন্দের দলকে নিয়ে। ভেদাভেদ ভুলে খেলাকে কেন্দ্র করে সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষ এক হয়ে ওঠেন। গলা ফাটানো হয় নিজের দেশের হয়ে বা নিজের দেশ অংশ নিতে ব্যর্থ হলে পছন্দের ফুটবল খেলিয়ে দেশ এবং তাদের ফুটবলারদের নিয়ে। ভারতেও এই নিয়মের ব্যাতিক্রম নেই।
ভারত আজ অবধি একবারও ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করে উঠতে পারেনি। অদূর ভবিষ্যতে তেমনটা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। কিন্তু তাও ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে উন্মাদনার অন্তর এই ভারতের বিভিন্ন রাজ্যে। এবার ফুটবলপ্রেমীদের সেই উন্মাদনার করুণ শিকার হলেন কেরালার এক বিজেপি কর্মী।
কেরালার কান্নুরের এক বাসিন্দা যিনি একজন স্থানীয় বিজেপি কর্মীও বটে, তিনি খেলাধুলা সম্পর্কে নিজের অজ্ঞতার খেসারত দিলেন। সকলেই জানেন যে ইসলামিক সংগঠন, ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র রাজনৈতিক শাখা, ‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া’কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক নিষিদ্ধ ঘোষণা করেছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে তাদের হিংসামূলক কর্মসূচির জন্য। ইলানগডে দীপক নামক ওই বিজেপি কর্মী পাড়ায় টাঙানো একটি পর্তুগালের পতাকাকে ওই নিষিদ্ধ পার্টির পতাকার সাথে গুলিয়ে ফেলেছিলেন।
যেহেতু ওই পার্টিটা বর্তমানে নিষিদ্ধ, তাই তিনি কাউকে জিজ্ঞাসা না করেই পতাকাটি ছিঁড়ে খুলে ফেলতে যান। এই নিয়েই সেখানকার পর্তুগাল এবং রোনাল্ডো ভক্তদের সঙ্গে বচসা বাঁধে তার। ওই ভক্তরা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি কিছুতেই মানতে চান নিজে উঠে পর্তুগালের পতাকা।
এরকম ভাবে কিছুক্ষণ মৌখিক ঝামেলা হওয়ার পর আগ্রাসন দেখাতে শুরু করেন ওই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভক্তরা। কিন্তু তা দেখেও নিজের ভুল বোঝার চেষ্টাই করেননি ওই বিজেপি কর্মী। এরপর ওখানে মারাত্মক হাতাহাতি বাঁধে এবং ওই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেন ওই ফুটবল ভক্তরা। স্থানীয় হাসপাতালে তার প্রয়োজনীয় শুশ্রূষা হয়েছে। কিন্তু এই ঘটনা এখনও কারোর গ্রেফতারের খবর সামনে আসেনি। উল্টে দীপককেই প্রথমে গ্রেপ্তার করা হয় জনরোষ তৈরিতে উস্কানির অভিযোগে। পরে জামিনে মুক্তি পান তিনি।