নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী, সংক্রমণ রুখতে এখনই চলবে না লোকাল

বাংলা হান্ট ডেস্কঃ করোনা (Covid 19) সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্যজুড়ে বন্ধ হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোলেও এখনও অধিকাংশ মানুষকেই টীকাকরণের আওতায় আনা সম্ভব হয়নি। আর সেই কারণেই স্টাফ স্পেশাল চললেও আপাতত আগস্ট মাসের ৩১ তারিখ অবধি লোকাল ট্রেন (Local Train) চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী ১৬ ই আগস্ট থেকে পরবর্তী লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে আজ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

উল্লেখ্য লোকাল ট্রেনই হল শহরতলির মানুষদের জীবনের একমাত্র লাইফলাইন। তাই বিগত কয়েক মাস ধরে এই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটছে অসংখ্য মানুষের। যার জেরে রাজ্যের নানা প্রান্তে প্রায়শই লোকাল ট্রেন চালানোর দাবিতে চলছে যাত্রী বিক্ষোভ। গতকালই বনগাঁ শাখার দত্তপুকুর লাইনে রেল অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল।

এই পরিস্থিতিতে আজ বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন ‘সবাই জানতে চাইছে, লোকাল ট্রেন খুলছে না কেন, কবে থেকে খুলবে। কিন্তু এখনই তা চালু করে দিলে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। গ্রামে এখনও ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি। আমরা অনেক কম ভ্যাকসিন পাচ্ছি। তাছাড়া সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েব আসছে বলে বলছেন বিশেষজ্ঞরা, সেই অনুযায়ী ভ্যাকসিনেশন বাড়ানো হবে এখন দৈনিক ৬০০র মতো পজিটিভ কেস রয়েছে। তা দ্রুতই আরও কমিয়ে ফেলতে হবে।’

অনেকেই আমাকে লোকাল ট্রেনের কথা বলছেন। কিন্তু আমি বলছি, গ্রামে এখনও ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি। আমরা অনেক কম ভ্যাকসিন পাচ্ছি। তাছাড়া সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েব আসছে বলে বলছেন বিশেষজ্ঞরা, সেই অনুযায়ী ভ্যাকসিনেশন বাড়ানো হবে।’ এরপরই মমতার সংযোজন, ‘লোকাল ট্রেন চলছে না বলে অনেকের সমস্যা হচ্ছে জানি। কিন্তু আপনার জীবনের থেকে দামি নয় কিছু। লোকাল ট্রেন নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আরও ১৫ দিন বিধিনিষেধ থাকবে।’ সেইসঙ্গে তিনি বলেন শহরতলিতে ৫০% ভ্যাকসিনেশন হলে তবেই লোকাল ট্রেন চালু হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর