বিজেপি বিধায়কের উপর ক্ষুব্ধ এলাকাবাসী, নামিয়ে দিল নোংরা জলে! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের (uttarpradesh) হাপুরের (hapur) নানাই গ্রামের একটি ভাইরাল ভিডিও (viral video) সম্প্রতি দিনে ঘুরে বেড়াচ্ছে স্যোশাল মিডিয়ায়। যেখানে দেখা যায় এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে জনগণকে ক্ষোভ উগরে দিচ্ছে উত্তেজিত জনতা। যার জেরে গ্রামবাসীদের দুঃখ বুঝতে রাস্তায় জমে থাকা নর্দমার নোংরা জলের মধ্যে দিয়েই হেঁটে যেতে হল বিজেপি বিধায়ক কামাল মালিককে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরের নানাই গ্রামে। এলাকাবাসীর অভিযোগ, বিধায়ক হওয়ার পর গত ৪ বছর ধরে বিজেপি বিধায়ক কামাল মালিক না সেখানে গিয়েছেন, না তো সেখানকার কোন উন্নতি করেছেন, না তো এলাকাবাসীদের সঙ্গে কোনরকম যোগাযোগ করেছেন।

তাই এবার যখন সেখানে বিধায়ক সভা করতে গিয়েছিলেন, সুযোগ পেয়ে গ্রামবাসীরা সেই সভা পন্ড করে দেয় এবং উপস্থিত জনতা সেই সভা ছেড়ে চলে যায়। যার ফলে অপমানিত হয়ে শেষে ফিরেও আসতে হয় বিজেপি বিধায়ককে।

বিধায়ক যখন সেখানে গিয়েছিলেন, তখন গ্রামবাসীরা তাঁদের দুর্দশার কথা বলেন বিধায়ককে। শুধু তাইই নয়, সেখানকার নোংরা নর্দমার জলের মধ্যে বিধায়ককে টেনে নামিয়েও আনেন গ্রামবাসীরা।

গ্রামবাসীরা বিধায়কের কাছে অভিযোগ জানায়, বিধায়ক হওয়ার পর একবারও তিনি এই গ্রামে আসেননি। এখানে জল নিষ্কাশনের ভালো ব্যবস্থাও নেই। গ্রাম প্রধান রাস্তা তৈরি করলেও, জল নিকাশি ব্যবস্থা করতে পারেননি। গ্রামবাসীদের সমস্ত কথা শুনে তাঁদের দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। তবে সেখানে গিয়ে নোংরা জলে নেমে হেঁটে যাওয়া বিধায়কের ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়।

Smita Hari

সম্পর্কিত খবর