ছাগলছানাকে স্তন্যপান করাল পথকুকুর, মায়ার বাঁধন দেখে হতবাক এলাকাবাসী

বাংলাহান্ট ডেস্কঃ ‘মা’র মধ্যে খুব একটা বিভেদ বোধ হয় করা সম্ভব হয় না কারো পক্ষেই। তা সে মনুষ্যরূপী মা হোক, কিংবা চারপেয়ী পশু মা। ‘মা’র ভূমিকা সন্তানদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সন্তানের কাছে যেমন ‘মা’ই তার পৃথিবী, অন্যদিকে মায়ের পৃথিবীর সবটাই জুড়ে থাকে সন্তান। আই মায়ার বাঁধন সবক্ষেত্রেই সমানভাবেই দেখা যায়।

তবে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের খারজুলি গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে, যা কিছুটা হতবাক করে দিল মানুষজনকে। মা কুকুরের (dog) স্তন্যপান করতে দেখা গেল এক ছাগলছানাকে (goat)। আর এই বিষয়টা সম্ভব হয়েছে, দ্বিতীয় শ্রেণির এক ছাত্র তাহসিনের জন্যই।

Dog Mother

বিষয়টা হল, খারজুলি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজের বাড়িতে বেশ কয়েকটি ছাগল রয়েছে। তিনি জানান, ‘দিন সাতেক আগে সন্তান জন্ম দেওয়ার পর একটি ছাগলের স্তনে দুধ আসেনি। যার কারণে ছানাটিকে নিজের কাছেই ঘেঁষতে দিত না মা ছাগল। এই জন্য মহা সমস্যায় পড়েছিলাম আমরা। এমন সময় তাহাসিন আমাদের অনেক উপকার করে’।

এই তাহাসিন হল শেখ ফিরোজের প্রতিবেশি দ্বিতীয় শ্রেণির এক ছাত্র। তাহাসিন জানায়, ‘একটি পথকুকুর রোজ আমাদের বাড়ির সামনে এলে ওকে আদর করে খেতে দিই। ওর নাম ”টাইগার”। কিন্তু ওটুকু ছাগলছানা খেতে পারছিল না বলে, আমার খুব কষ্ট হচ্ছিল। তাই টাইগারের কাছে ওকে দুধ খাওয়াতে নিয়ে যাই’। এখন যেন ওই পথকুকুরটিই ওই ছাগলছানার মা হয়ে গিয়েছে।

এবিষয়ে ভাতার রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. উষা দে জানান, ‘এই ঘটনা খুবই ব্যতিক্রমী, সহজে দেখা যায় না। খোঁজ নেব’।


Smita Hari

সম্পর্কিত খবর