জ্বলন্ত বহুতল অট্টালিকা থেকে ঝাঁপ দেওয়া দুই শিশুকে লুফে নিল স্থানীয় লোকজন, ভাইরাল হল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ আবার এক ভিডিও ভাইরাল (viral video) হল, যা নিয়ে আমরা প্রায় অবাক। স্বপ্ন না না স্বপ্ন নয় ,তাহলে কি সিনেমা না তাও না , এবার বাস্তবে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দৃশ্যর সাক্ষী রইল  ফ্রান্সের (France) গ্রেনোবল শহরে (town of Grenoble)।

জানা গিয়েছে, মঙ্গলবার গ্রেনোবল শহরে একটি বহুতলে আগুন লাগে। সঙ্গে সঙ্গে পথচলতি কিছু মানুষ উদ্ধারের জন্য এগিয়ে আসেন। তাঁরা বহুতলের নীচে গিয়ে দেখেন চারতলার জানলা দিয়ে প্রাণভয়ে চিৎকার করছে দুই শিশু। কিন্তু বাইরে বের হতে পারছে না তারা। তখন উপস্থিত পথচারীরা ঠিক করেন তাঁদের বাঁচাবেন।

tolf

কিন্তু তখন বহুতলে দাউদাউ করে জ্বলছে আগুন, গলগল করে বের হচ্ছে ধোঁয়া। আর তার মাঝেই চারতলার জানলা থেকে প্রাণে বাঁচতে ঝাঁপ দিল দুই শিশু। নীচে তখন দাঁড়িয়ে অনেক পথচলতি মানুষ। তাঁরাই লুফে নিলেন সেই দুই শিশুকে। অবাক ভাবে প্রাণে বেঁচেছে দু’জনেই। অন্যদিকে, আহত হয়েছেন কয়েকজন উদ্ধারকারী। আর এই পুরো ঘটনা হয়েছে ক্যামেরাবন্দি।

সূত্র মারফত জানা গিয়েছে, রাস্তা থেকে প্রায় ৪০ ফুট উঁচুতে ছিল ওই দুই শিশু। একজন একটি বড়। একজন খুবই ছোট। উদ্ধারকারীরা নীচে ঘন হয়ে দাঁড়ান। তারপরে প্রথমে ছোট বাচ্চাটিকে লাফ দিতে বলেন। বয়সে যে বড় সে ধীরে ধীরে ছোট বাচ্চাটিকে জানলা দিয়ে বের করে নীচে ফেলে দেয়। নীচে থাকা জনতা তাকে লুফে নেয়। তার কিছুক্ষণ পরে অন্য শিশুটিও লাফ দেয়। তাকেও লুফে নেওয়া হয়। এই পুরো দৃশ্য একটু দূরের একটি অ্যাপার্টমেন্ট থেকে ক্যামেরাবন্দি হয়।

শিশুদুটি অক্ষত রয়েছে। তবে আগুন লাগার পরে ঘরের ধোঁয়ায় তারা কিছুটা অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারীদের মধ্যে ২৫ বছরের এক ছাত্র আথৌমানি ওয়ালিদ ছিলেন। তিনি বলেন, “আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যখন চিৎকার শুনতে পাই। দৌড়ে সেখানে গিয়ে দেখি চারতলার জানলা দিয়ে দুটি বাচ্চা চিৎকার করছে। তাদের বাবা-মা বাইরে থেকে তালা দিয়ে চলে যাওয়ায় বেরতে পারছিল না তারা।

দুই ভাইয়ের একজনের বয়স ১০ বছর, অন্যজনের বয়স ৩। ঘরের ভেতর ধোঁয়ায় ভরে গিয়েছিল। প্রাণভয়ে তারা কাঁদছিল। আরও অনেকে সেখানে পৌঁছে গিয়েছিলেন। তখনই আমরা ঠিক করি ওদের ঝাঁপ দিতে বলব।” এই ঘটনায় নিজের এক হাত ভেঙেছেন ওয়ালিদ। আহত হয়েছেন আরও কয়েকজন। শিশুদুটির সঙ্গে ওই আবাসনের আরও কিছু বাসিন্দা ও উদ্ধারকারীদের কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই ঘটনার পরে গ্রেনোবলের মেয়র এরিক পিওলে ফেসবুকে উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন। কী ভাবে ওই আবাসনে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।

https://twitter.com/oumsedia69/status/1285640867332726789?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1285640867332726789%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews-world-brothers-jump-40-feet-from-burning-building-caught-by-rescuers-in-dramatic-video%2F

শিশুদুটিকে উদ্ধার করার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরেই তা ভাইরাল। যেভাবে উপস্থিত জনতা বুদ্ধি ও সাহস করে শিশুদুটিকে বাঁচিয়েছেন তার তারিফ করছেন সবাই।


সম্পর্কিত খবর