বাংলা হান্ট ডেস্কঃ উত্তর কাশ্মীরের (North Kashmir) সোপোরে (Sopore) বুধবার এনকাউন্টারে (Encounter) সাজাদ নবাব ডার (sajad nawab dar) নামের এক জঙ্গিকে খতম করে ভারতিয় সেনা (Indian Army)। আর বুধবারই তাঁর জানাজা বের করা হয়, যেখানে লকডাউন ভেঙে শয়ে শয়ে মানুষ উপস্থিত ছিল। দেশে করোনার আতঙ্কের মধ্যে এভাবে মানুষ একত্রিত হওয়ার জন্য পুলিশ তাঁদের উপর এফআইআর দায়ের করেছে।
সোপোর পুলিশ বুধবার রাতে সে সব লোকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে, যারা ওই জঙ্গির শেষকৃত্যে অংশ নিয়েছিল। আপনাদের জানিয়ে দিই, বুধবার জইশ এ মোহম্মদ এর জঙ্গি সাজাদ নবাব ডারকে সেনা আর পুলিশের সংযুক্ত দল এনকাউন্টার করে খতম করে। কিন্তু তাঁর প্রতি সহানুভুতি দেখানো মানুষ লকডাউনকে অমান্য করে তাঁর শেষকৃত্যে অংশ নেয়।
Top Jaish-e-Mohammed commander & terrorist Sajad Nawab Dar was killed by our security forces in Kashmir's Sopore today.
Meanwhile, 33 new positive cases in J&K today. Total cases of coronavirus in J&K so far: 158.
Also, 100s of people attended the funeral of this terrorist.
— Anshul Saxena (@AskAnshul) April 8, 2020
সুত্র থেকে জানা যায় যে, কাশ্মীরে যেভাবে কোভিড-১৯ এর মামলা বেড়ে চলেছে, সেটা দেখে প্রশাসন মানুষকে ঘরে থাকার নির্দেশ জারি করেছে। কিন্তু মানুষ এটা শুনছে না। পুলিশের এক বরিষ্ঠ আধিকারিক সংবাদ মাধ্যম জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে তাঁদের সনাক্ত করা হয়েছে, যারা ওই জঙ্গির শেষকৃত্যে অংশ নিয়েছিল।
ডারের দেহ পরিজনের হাতে তুলে দেওয়ার সময় পুলিশ জানিয়ে দিয়েছিল যে, শেষকৃত্যে যেন লকডাউনের কথা মাথায় রাখা হয় আর কোন প্রকারের ভিড় যেন এড়িয়ে চলা হয়। পুলিশ জানায়, যারা আইন ভেঙেছে তাঁদের তল্লাশি চলছে আর তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের জানিয়ে দিই, জম্মু কাশ্মীরে বুধবার করোনার ১৯ টি নতুন মামলা সামনে এসেছে। এখনো পর্যন্ত রাজ্যে ১৪৪ জন করোনার রোগী পাওয়া গেছে, এদের মধ্যে ১৩৪ টি কেস অ্যাক্টিভ। ১৩৪ টি অ্যাক্টিভ কেসের মধ্যে জম্মুর ২৭ এবং কাশ্মীরের ১০৭ টি মামলা আছে।