বাংলা হান্ট ডেস্ক : করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। করোনা ভাইরাসের এই ভয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করেছে প্রত্যেকটি দেশ। ইতিমধ্যেই ভারতেও ঢুকে পড়েছে এই মারণ রোগ। এহেন পরিস্থিতিতে হাতে হাত মিলিয়ে কাজ করছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার।
সতর্কতা বজায় রাখতে গতকাল গোটা দেশজুড়ে জনতা কারফিউর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সারাদেশের মানুষ এই কারফিউ মানলেও বিকেলের পরই বদলে যায় চিত্রটা। রাস্তায় গাড়ি চলতে দেখা যায় এবং রাস্তাঘাটে প্রচুর মানুষকেও বিনা কারণে দেখতে পাওয়া যায়।
জরুরি অবস্থা বুঝে আজ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত লকডাউন করে দেওয়া হয় কলকাতা সহ বেশ কয়েকটি জেলা। কিন্তু তাতেও খুব একটা সতর্কতা হয়নি দেশের মানুষ। মোদি টুইটে ক্ষোভ প্রকাশ করে বলেন, ” “অনেকেই লকডাউনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু নিজের জন্য পরিবারের জন্য সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলুন। “রাজ্য সরকারের সহযোগিতাও প্রার্থনা করছেন তিনি।
ভারতের মানুষ বিষয়টিকে যদিএখনো গুরুত্ব না দেয় তাহলে ভবিষ্যতে পরিস্থিতির ইতালির থেকেও খারাপ হয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে