বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষনে ভারতের ( india) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( narendra modi) জানান, করোনার সাথে লড়াই দীর্ঘ মেয়াদি। কিন্তু আমাদের জীবন করোনাকে ঘিরে আবর্তিত হবে এমনটা চলতে পারে না। তাই আমরা মাস্ক পরব। পারস্পরিক ২ গজ দূরত্ব রেখে চলব।
কিন্তু করোনার কারনে আমরা থেমে থাকব না। লকডাউনের চতুর্থ পর্যায় হবে বাকি লকডাউনের চেয়ে ভিন্ন। অন্য রঙ ও রূপের হবে। ১৮ মে তারিখের আগে এই সম্পর্কে ঘোষণা করা হবে।
মনে করা হচ্ছে, চতুর্থ দফার লকডাউনে রেড জোনে বাড়বে কড়াকড়ি। অরেঞ্জ ও গ্রিন জোনে আরও শিথিলতা আনার ভাবনা চিন্তা করা হচ্ছে। সেবিষয়ে মুখ্যমন্ত্রীদের থেকে মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ১৫ই মের মধ্যে রাজ্যগুলিকে নিজেদের মত জানাতে হবে রাজ্যগুলিকে।
পাশাপাশি, করোনা মোকাবিলায় ২০ লাখ টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করল নরেন্দ্র মোদি (narendra modi) ।প্যাকেজে জমি, শ্রমিক, অর্থের যোগান ও আইন- সবকিছুর উপর জোর দেওয়া হয়েছে। আমাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের জন্যও। যা কয়েক কোটি মানুষের জীবিকা নির্বাহের আধার। এই প্যাকেজটি ভারতের GDP এর ১০%, এই প্যাকেজটি বিশেষ করে শ্রমিক এবং কৃষক ও মধ্যবিত্তদের জন্য।