মেলবোর্নে ফের লকডাউন! চলতি সপ্তাহেই বাতিল হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ফের ছয় সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা হল অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম শহর মেলবোর্নে। এই মেলবোর্ন শহরেই অস্ট্রেলিয়ার বেশিরভাগ ক্রিকেট ম্যাচ হয়ে থাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচও এই মেলবোর্ন শহরেই হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে করোনার কারনে মেলবোর্ন শহরে উদ্বেগজনক পরিস্থিতি ধারণ করেছে তাই অস্ট্রেলিয়া সরকার মেলবোর্নে ফের ছয় সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে।

আর বর্তমানে মেলবোর্ন শহরের করোনা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করায় এই শহরে কোন প্রকার খেলাধুলা যে এখন সম্ভব নয় সেটা বলাই বাহুল্য। আর সেই কথা মাথায় রেখে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যেতে চলেছে। জানা গেছে চলতি সপ্তাহেই বৈঠক করে সরকারি ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিতে চলে আইসিসি।

125191561d89199e7249c519cc7c26e3b8c0460d4a10f8ae755e80282767e07b76ff90640

ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই জানিয়ে দিয়েছিল যে, করোনা পরিস্থিতির মধ্যে 16 দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা কার্যত অসম্ভব। কারণ অস্ট্রেলিয়া সরকার এই সময় এত বড় একটা দায়িত্ব গ্রহণ করতে পারবে না। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে জড়িয়েছিল ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে যুক্ত সমস্ত মানুষদের স্বাস্থ্যসুরক্ষা। কিন্তু তার সত্ত্বেও আইসিসি সরকারি ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তারা আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে চেয়েছিল এই সিদ্ধান্ত জানানোর জন্য কিন্তু বর্তমানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেলবোর্ন শহরের ফের ছয় সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এরফলে এক প্রকার বাধ্য হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল ঘোষণা করতে চলেছে আইসিসি।


Udayan Biswas

সম্পর্কিত খবর