বাংলাহান্ট ডেস্কঃ করোনার জেরে বন্ধ ছিল শহরের রেল চলাচলও। স্তব্ধ ছিল শিয়ালদহের (Sealdah) রেল পরিষেবাও। শ্রমিক স্পেশাল ট্রেন চললেও, সাধারণ যাত্রীবাহী ট্রেন একেবারে নিষিদ্ধ ছিল। সেই মত জারী রয়েছে এখনও। তবে রেল পরিষেবা চালু হতেই শিয়ালদহ স্টেশনে যাত্রীদের জন্য রয়েছে এক বিশেষ চমক।
শিয়ালদহে ঘটছে বদল
সংখ্যা গুনে দেখতে গেলে মোট ২১ টি প্ল্যাটফর্ম রয়েছে শিয়ালদহ স্টেশনে। কিন্তু প্ল্যাটফর্ম নম্বররে দিক থেকে দেখতে গেলে দেখা যায় ১৪ তেই খতম। এরই মধ্যে রয়েছে সবকটি প্ল্যাটফর্ম। এ, বি, সি করে করে ছোট থেকে বুড়ো গুলিয়ে ফেলেন অনেকেই। যার ফলে অফিস টাইমে নানাবিধ ঝোক্কি পোয়াতে হয়েছে এতদিন ধরে বহু মানুষকেই।
কি এই নতুন বদল?
এ, বি, সি-এর সমস্যা থেকে মুক্তি দিতেই এই নয়া উদ্যোগ। পর্যায়ক্রমিক ভাবে সাজানো হচ্ছে প্ল্যাটফর্মের নম্বর। যাত্রী সুবিধার্থেই শিয়ালদহের এই বদল জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী। তাঁর কথায়, ‘অফিস ফেরত নিত্যযাত্রীদের বিশেষত তাড়াহুড়োর সময় অসুবিধা হয়ে যেত। এবার সেই সমস্যা থেকে রেহাই মিলবে। পরপর নম্বর থাকায় সহজেই বুঝে যেতে পারবেন সকল যাত্রীই।’
স্বাভাবিক ভাবেই যাত্রীদের আর কোন সমস্যায় পড়তে হবে না বলেই আশা করা যাচ্ছে। ইতিমধ্যেই দেওয়া হয়েছে প্ল্যাটফর্মের নতুন নম্বর। ইলেক্ট্রনিক্স ডিসপ্লে বোর্ডেও এই ব্যবস্থা চালুও করা হয়েছে। ফলে রেল পরিষেবা চালু হলেই, যাত্রীরা এই নতুন সুবিধা নিতে পারবেন।
জেনে নিন নতুন প্ল্যাটফর্মের নম্বর
শিয়ালদহ উত্তর শাখায় ১ এ -র নতুন পরিচত হবে ১ হিসেবে। আবার ১ পরিচিত হবে ১এ হিসেবে। ২ হবে ২, ৩ থাকল ৩, ৪ বদলে হল ৪ ও ৪এ, ৪এর নরুন পরিচয় ৫ এবং ৫এ, ৫ হল ৬, ৬ পাল্টে হল ৭, ৭ বদলে ৮, ৮ হল ৯, ৯ পরিবর্তীত হয়ে ১০, ৯সি হল ১১, ৯বি করা হল ১২, ৯এ হয়ে গেল ১৩। পাশাপাশি ৯ডি, ইয়ার্ড প্ল্যাটফর্ম বদলে হল ১৪ নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদহ দক্ষিণ শাখায় বাকি প্ল্যাটফর্ম নম্বর হবে ১৫ থেকে ২১ অবধি। উত্তর শাখায় থাকছে ৫ নম্বর প্ল্যাটফর্ম, মেন শাখায় রইল ৯ নম্বর প্ল্যাটফর্ম এবং দক্ষিণ শাখায় হল ৭ প্ল্যাটফর্ম।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’