বাড়ছে সংক্রমণের মাত্রা, ফিরছে মাইক্রো কনটেইনমেন্ট জোন, শুরু হল সপ্তাহে একদিন লকডাউন

বাংলাহান্ট ডেস্কঃ সদ‍্য কৈলাসে ফিরে গিয়েছেন মা উমা। গতবারের মত এবারও চলতে থাকা করোনা আবহে নানারকম বিধিনিষেধের মধ্য দিয়েই পালিত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পুজোতে বিভিন্ন বিধিনিষেধ জারি থাকলেও, প‍্যান্ডেলে প‍্যান্ডেলে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন। আর তার জেরেই বর্তমান সময়ে রাজ‍্যে ফের বাড়তে শুরু করেছে করোনার গ্রাফ।

আর এই পরিস্থিতিতে রাজ‍্যে ফের চালু হচ্ছে লকডাউন, ফিরছে মাইক্রো কনটেইনমেন্ট জোন। তবে সমগ্র রাজ‍্যজুড়ে এই অবস্থা জারি না করলেও, হাওড়ায় এমনটাই চালু করল হাওড়া জেলা প্রশাসন। সঙ্গে থাকছে রাত্রিকালীন বিধিনিষেধ অর্থাৎ Night Curfew, যা পালন করতে হবে কঠোর ভাবেই।

kolkata 1 2

ইতিমধ্যেই হাওড়া পুরসভার ১০টি ওয়ার্ডের ১৪টি জায়গাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে, সেই তালিকাও প্রকাশ করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে সপ্তাহে একদিন লকডাউন জারি করা হয়েছে হাওড়া সিটি পুলিসের অধীনস্থ সবকটি থানা এলাকায়। সঙ্গে থাকছে কঠোর রাত্রিকালীন বিধিনিষেধও।

এছাড়াও মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হয়েছে ১২ টা ব্লকের ২৬ টি গ্রাম পঞ্চায়েত ও ৭ টি পুরসভার ৩০টা ওয়ার্ডকে। উৎসবের মরশুমে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই, বাড়তে শুরু করেছে সংক্রমণের সংখ্যাও। আর সেই কারণেই আবারও ফিরছে কঠোর বিধিনিষেধের বেড়াজাল।

জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৫০-রও বেশি এবং মৃতের সংখ্যা দুই অঙ্কের গন্ডি পেরিয়ে গেছে। সংক্রমণের মাত্রা বেশি কলকাতা, হাওড়া, হুগলিতে। সেই কারণে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক পরিস্থিতি হাতের বাইরে না যাওয়ার জন্য একদফা নির্দেশিকা জারি করেন রাজ‍্যের মুখ্যসচিব।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর