দুঃসংবাদ! PUBG সার্ভারে লকডাউন, খেলা যাবে না বিশ্বের কোনো দেশ থেকেই,

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুব সমাজের একটা বিরাট অংশ প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড( player unknown battle ground) বা পাবজি(PUBG) গেমের নেশায় আসক্ত। দেশব্যাপী চলা লকডাউন এর সময় অনেকেই এই গেমকে সময় কাটানোর মাধ্যম হিসাবে বেছে নিয়েছে।

Screenshot 20200406 162433 PUBG MOBILE LITE

PUBG প্রেমীদের জন্য রয়েছে দুঃসংবাদ। বিশ্বব্যাপী বন্ধ হতে চলেছে পাবজি। একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তারা জানিয়েছে আগামী বেশ কিছু দিনের জন্য বন্ধ থাকছে এই গেম।

 

এই প্রসঙ্গে টেনসেন্ট গেমস (Tencent Games) ঘোষণা করেছে সারা বিশ্বে ৪ এপ্রিল রাত ১২টা থেকে PUBG সার্ভার বন্ধ থাকবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই গেমের সার্ভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বের কোনও দেশ থেকেই ব্যবহার করা যাবে না জনপ্রিয়তম এই গেম। করোনাভাইরাসের সংক্রমণে যে ভাবে গোটা বিশ্বে মৃত্যু মিছিল শুরু হয়েছে তা ঠেকাতেই আপাতত লকডাউনে গিয়েছে স্পেন, ইতালি, আমেরিকা, ভারত-সহ বহু দেশ। বেড়েছে ইন্টারনেট ব্যবহার , তাই কিছু দিনের জন্য PUBG সার্ভার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে Tencent Games।

সম্পর্কিত খবর