বাংলা হান্ট ডেস্কঃ দেশে লকডাউন (Lockdown) ঘোষণা হয়ে গেছে। সবাইকে বাড়ির মধ্যে থাকার অনুরোধ করা হয়েছে। এরপরেও যদি করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ছড়িয়ে পড়ে, তাহল আমাদের সেনা এই ভাইরাসের সাথে লড়াই করার জন্য প্রস্তুত। এই কথা জানান দেশের লেফটেনেন্ট জেনারেল অনুপ ব্যানার্জী।
ডায়রেক্টর জেনারেল আর্মড ফোর্স মেডিকেল সার্ভিস জানায়, কোন ব্যাক্তির সংক্রমণের পরীক্ষা আর তারপর তাঁর চিকিৎসার জন্য আর্মি (Army), এয়ারফোর্স আর নেভির হাসপাতাল এবং টেস্ট সেন্টার তৈরি করে নিয়েছে। আইসোলেশন সেন্টারও লাগাতার কাজ করছে। জওয়ানদের ছুটিও কম করে দেওয়া হয়েছে।
ডায়রেক্টর জেনারেল অনুপ ব্যানার্জী বলেন, আপাতত আমাদের কাছে ২৮ টি এমন হাসপাতাল তৈরি আছে যেখানে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা চলতে পারে। ওই হাসপাতাল গুলোতে সেনা আর রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো রোগীদের রাখা হবে। COVID-19 এর পরীক্ষার জন্য আর্মি, এয়ারফোর্স আর নেভির পাঁচটি টেস্ট সেন্টার কাজ করছে। ৬ টি নতুন টেস্ট সেন্টার শুরু করার কাজ চলছে।
প্রতিবেশী দেশ গুলোর কাছে সাহায্য পাঠানোর কোথায় তিনি বলেন, মালদ্বীপ আর নেপালে যাওয়ার জন্য আমাদের টিম প্রস্তুত। প্রতিবেশী দেশের সাহায্যের জন্য আমরা র্যাপিড রেসপন্স টিম বানিয়েছি। এর সাথে সাথে অন্যান্য দেশ গুলো থেকে যেসব ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে, তাঁদের আমরা ছয়টি আইসোলেশন সেন্টারে রাখছি। বর্তমান সময়ে ১০৫৯ সন্দেহভাজনকে স্টাফের তত্বাবধানে আমাদের সেন্টারে রাখা হয়েছে। উনি জানান, গোটা দেশে আমাদের ছয়টি সেন্টার আছে যেগুলো করোনার বিরুদ্ধে সক্রিয় ভাবে কাজ করছে।