বাংলা হান্ট ডেস্কঃ দেশে (India) করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বেড়ে চলেছে আর লাগাতার রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কংগ্রেস (Congress) নেতা তথা লোকসভার সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) আজ এই বিষয়ে একটি প্রেস কনফারেন্স করেন। আর এই প্রেস কনফারেন্সে উনি করোনা টেস্টিং এর ইস্যু তোলেন। রাহুল গান্ধী বলেন, লকডাউন শুধুমাত্র একটি pause বোতামের মতো। উনি বলেন, লকডাউন খতম হলেই আবার এই ভাইরাস আক্রমণ করবে।
Lockdown is in no way a solution to the #COVID19. Lockdown is like a pause button. When we come out of the lockdown, the virus is going to start its work again: Congress leader Rahul Gandhi pic.twitter.com/PLQlHtZCCL
— ANI (@ANI) April 16, 2020
রাহুল গান্ধী বলেন, বিগত দুই মাসে আমি অনেক এক্সপার্টদের সাথে কথা বলেছি। লকডাউন শুধুমাত্র pause বটনের মতই, এটা এই সঙ্কটের কোন সমাধান না। যখন লকডাউন কাটিয়ে মানুষ বাইরে আসবে, তখন এই ভাইরাস আবারও আক্রমণ করা শুরু করবে। লকডাউন শুধু আপনাকে সমায় দেবে প্রস্তুত হওয়ার জন্য।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেন, আমি আলোচনা-সমালোচনায় পড়তে চাই না। আমি চাই দেশ একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করুক। করোনার বিরুদ্ধে লড়াই রাজ্য আর জেলা স্তরে চালাতে হবে। কেরলের উদাহরণ দিয়ে রাহুল গান্ধী বলেন, গ্র্যাসরুট লেভেল থেকে একদম সঠিক ভাবে কাজ হয়েছে। রাহুল গান্ধী বলেন, এই লড়াই নিচু থেকে উপরে যাবে। প্রধানমন্ত্রীকে জানাচ্ছি, উনি যেন রাজ্য গুলোকে ঠিক ভাবে ফান্ড দেন।
I disagree with Narendra Modi with a lot of issues but now is not the time to fight. Unite and fight the virus: Rahul Gandhi pic.twitter.com/PDB8GqQ1XO
— ANI (@ANI) April 16, 2020
উনি বলেন, করোনাকে হারানোর জন্য টেস্টের সংখ্যা বাড়াতে হবে। আর ভাইরাসের সামনে গিয়ে যুদ্ধ করতে হবে। রাহুল গান্ধী বলেন, সরকারের উচিৎ টেস্টিং এর জন্য রণনীতি বানানো। টেস্টিং বাড়ালে কোথাও কোন করোনায় আক্রান্ত ব্যাক্তি নজরের বাইরে থাকবে না।