আরও ১৪ দিনের জন্য বাড়বে লকডাউন! কালই ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ দেশে (India) করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্কটের কারণে ২১ দিনের লকডাউন (Lockdown) জারি আছে। যদিও এই লকডাউন আরও বাড়তে পারে। সুত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra Modi) ১২ অথবা ১৩ই এপ্রিল দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। এর সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) দেশে লকডাউন (lockdown) বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

modi 47

উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠক করেন। এই বৈঠকে বেশীরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানো নিয়ে সহমত পোষণ করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর সঙ্কেত দেন। আরেকদিকে লকডাউনে কৃষকদের স্বস্তি দেওয়ার পরিকল্পনা চলছে।

করোনার সঙ্কট দেখে গত ২৪ মার্চ দেশে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা করা হয়েছিল। ২৫ মার্চ থেকে শুরু হওয়া দেশব্যাপী এই লকডাউনের শেষ দিল ১৪ই এপ্রিল। যদিও, এই ২১ দিনের লকডাউনে দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমেনি। দেশে এখনো পর্যন্ত করোনায় ৭ হাজারের উপরে মানুষ আক্রান্ত হয়েছে। এবং মৃত্যু হয়েছে ২৩৯ জনের। আর এই করোনা সঙ্কটের কথা মাথায় রেখেই আরও দুই সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হতে পারে।

corona 6

আরেকদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামী ৩০ তারিখ পর্যন্ত রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। উড়িষ্যা এর আগেই সিদ্ধান্ত নিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করেছে। এছাড়াও পাঞ্জাব সরকার আগামী ১লা মে পর্যন্ত গোটা রাজ্যে লকডাউনের ঘোষণা করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর