লকডাউনঃ দোকানদারদের উদ্যেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী, করলেন টুইট

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ছোট ব্যবসায়ী এবং দোকানদারদের ধন্যবাদ জানালেন। এই সংকটের মুহুর্তে তারা যেভাবে তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে, তাঁর জন্য ধন্যবাদ জানালেন তিনি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ট্যুইট করে সেইসব ব্যবসায়ীদের উদ্যেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করলেন।

Narendra Modi 1 1

ভারতে করোনা ভাইরাসের (COVID-19) প্রসার রোধের জারী করা হয়েছিল প্রথম দফা লকডাউন। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ১৫ ই এপ্রিল আবারও প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দেন। এই সময়ে দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন। এবং জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরতেও নিষেধ করে দেওয়া হয়েছে। তবে এই সংকটের সময় যদি ছোট ব্যবসায়ী এবং দোকানদাররা নাগরিকদের জরুরী পণ্যের পরিষেবা না দিতে পারেন, তাহলে নাগরিকদের কি হবে? এই সম্বন্ধে ভাবনা চিন্তা শুরু করেছিল সরকার।

তবে সরকারের চিন্তাকে মুক্ত করে এই সব ব্যবসায়ীরা তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে সতর্কতার সাথে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। নিজেদের কাছে মজুত রাখলেন নাগরিকদের প্রয়োজনীয় জিনিসের ভাণ্ডার। যাতে যেকোনো প্রয়োজনে নাগরিকদের জরুরী প্রয়োজনের জিনিসের জোগান দেওয়া যায়।

outbreak coronavirus world

এইসব ছোট ব্যবসায়ীদের এবার ধন্যবাদ জানালেন খোদ প্রধানমন্ত্রী নিজেই। তিনি ট্যুইট করে জানালেন, ‘ছোট দোকানদাররা পুরো সামাজিক দূরত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই সংকটের পরিস্থিতিতে সমাজ এবং দেশ সর্বদা তাদের অবদানকে স্মরণ করবে। ভবিষ্যতেও সব দোকানগুলি সামাজিক দূরত্ব অনুসরণ করবে, এই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। সঙ্কটের সময়ে এই অবদানের জন্য সমস্ত দোকানদার এবং ব্যবসায়ীরা আমি অভিনন্দন জানাই। করোনা ভাইরাস কোন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ভাষা ভেদাভেদ করে না, সবাইকে আক্রমণ করছে। তাই সকলকে এই পরিস্থিতিতে এক হয়ে লড়তে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর