আজ বিকেল ৫ টা থেকে শুরু হচ্ছে লকডাউন, জেনে নিন নিয়ম ভাঙ্গলে হতে পারে কি শাস্তি

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে আক্রান্তের সংখ্যা প্রতি মুহুর্তে বেড়েই চলেছে। এখনও ওবধি আক্রান্ত ৪২৫ এবং মৃত ৮। সরকারি তরফ থেকে করোনা ভাইরাসের (COVID-19) মোকাবিলা করার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারী পক্ষ থেকে।

hd

   

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আজ অর্থাৎ ২৩ শে মার্চ বিকাল ৫ টা থেকে ২৭ শে মার্চ ১২ টা অবধি রবিবারেই পশ্চিমবঙ্গে (West bengal) লকডাউনের (lockdown)) সিদ্ধান্ত জানায় মুখ্যমন্ত্রী। শুধুমাত্র জরুরিকালিন পরিষেবা ব্যতিত বন্ধ থাকবে সব কিছুই। নাগরিকদের ঘর থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়েছে। ঘরের মধ্যেও পরস্পররে থেকে দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে।

এই লকডাউন নিয়ম ভাঙ্গলে নাগরিকদের জন্য কঠিন শাস্তির বিধান দেওয়া হল সরকারী তরফ থেকে। যদি কোন ব্যক্তি এই লকডাউন আইন ভাঙ্গেন তাহলে তাঁকে আইন মোতাবেক দেওয়া হবে কঠিন শাস্তি। কোন ব্যক্তি লকডাউন নীতি অমান্য করলে, তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারায় মামলা করা হবে। এই ভয়ঙ্কর সংক্রামক ব্যাধি ছড়ানোর অভিযোগে জামিন অযোগ্য মামলা ২৬৯ ধারা দায়ের করা হবে। আবার ২৭০ নম্বর ধারাও জামিন অযোগ্য, এই ধারায় ২ বছর অবধি জেলহেফাজতে থাকাতে হতে পারে। এবং সরকারি নির্দেশ না মানলে ১৮৮ ধারা জারি করা হবে।

hatkora

সুরক্ষার জন্য কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে সন্দেহজনক ব্যক্তিদের। যদি কোন ব্যক্তি এই কোয়ারেন্টাইনের আইন ভাঙ্গেন, তাহলে জারী করা হবে ২৭১ ধারা। এর পাশাপাশি বাইরে থেকে আগত নাগরিকদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকারও নির্দেশ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে গৃহিত এই নির্দেশিকা যে বা যারা অমান্য করবে, আইন তাঁদের বিরুদ্ধে শাস্তিযোগ্য মামলা দায়ের করা হবে। সুতরাং এই কটা দিন সকল নাগরিককে সাবধানে থাকার জন্য বারবার নির্দেশ দেওয়া হচ্ছে সরকারী তরফ থেকে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর