লকডাউনের জেরে স্ত্রী আসতে পারেননি স্বামীর কাছে, সেই রাগে আবারও বিয়ে করলেন স্বামী

বাংলাহান্ট ডেস্কঃ দেশে করোনার (corona virus) ভাইরাস বিপর্যয় রোধে সরকার (goverment)  অবিরাম চেষ্টা চালাছে। সারা দেশজুড়ে চলছে লকডাউন (lockdown)। বারবার সবাইকে ঘরে বসে থাকার জন্য আবেদন করা হয়েছে। তবে কিছু অনেকেই আছেন যারা এই লকডাউনে স্বেচ্ছাসেবক কাজ করে সামাজিক জাল ভেঙে ফেলার চেষ্টা করছেন। তেমনই একজন বিহার থেকে এসেছেন। লকডাউনের জন্য স্ত্রী তার নিজের বাড়ি থেকে স্বামীর কাছে আস্তে পারেননি। সেই কারনে স্বামী আবার অন্যত্র বিয়ে করলেন।

corona 19

ঘটনাটি ঘটেছে পাটনা(patna) জেলার দুলহিন বাজার থানা এলাকায়। ভারতীপুরের বাসিন্দা ধীরাজ কুমার কয়েক বছর আগে কার্পী থানা এলাকার পুরাণে বিয়ে করেছিলেন। ধীররাজের স্ত্রী কিছু কাজ করার কারণে কিছুদিন আগে তার মাতৃগৃহে যান। এই সময়ে লকডাউন ঘোষিত হয়েছিল, যার কারণে তিনি ভরতপুরায় ফিরে আসতে পারেননি। এদিকে ধীরজ তার স্ত্রীকে ফিরে আসতে বলে। ফিরে না আসায় স্বামী আবার বিয়ে করেন। লকডাউনের কারণে ধীরজের স্ত্রী স্বামীর ডাকেও মেয়ের কাছ থেকে ফিরে আসতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে ধীররাজ কুমার দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নেন। তিনি খিরিমোর থানা এলাকার রঘুনাথপুরে তার গার্লফ্রেন্ডের সাথে পুনরায় বিয়ে করেন। ধীররাজের প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তিনি দুলহান বাজার থানায় অভিযোগ দায়ের করেন।

lockdown 2

স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রী ও শ্বশুরকে যৌতুক হয়রানির অভিযোগ ও দ্বিতীয় বিবাহের অভিযোগ এনে দুলহিনবাজার থানায় একটি মামলা দায়ের করে প্রথম স্ত্রী। মহিলার অভিযোগে দুলিরাজ কুমার পুলিশ স্বামী ধীরাজ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। এর পরে বৃহস্পতিবার ধীরাজকে পুলিশ গ্রেফতার করে।

সম্পর্কিত খবর