বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চতুর্থ দফা নির্বাচনে নানা দিক থেকে নানা অশান্তির খবর সামনে এসেছিল। লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) গাড়ির কাঁচ ভাঙ্গার ঘটনা এর মধ্যে অন্যতম। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের তীর গেলেও, পরে এক ভিডিও পেশ করে বিজেপি প্রার্থী লকেটকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। এমনকি এই বিষয় নিয়ে কমিশনেও গেল সবুজ শিবির।
চতুর্থ দফা নির্বাচনে সকাল সকাল বিভিন্ন বুথে ঘুরে ঘুরে নির্বাচনী কাজ দেখছিলেন বিভিন্ন প্রার্থীরা। সেইমত সকাল সাড়ে ১০ টা নাগাদ চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের ৬৬ নম্বর বুথে পৌঁছান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বুথে ইভিএমের সামনে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় তাঁর পরিচয় জানতে চান লকেট। মহিলা নিজেকে কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য বলে পরিচয় দেন।
এরপর বিজেপি অভিযোগ করে, কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্যদের ইভিএমের সামনে দাঁড়ানোর কোন অনুমতি নেই। তা সত্তেই তিনি সেখানে দাঁড়ান কিভাবে? সেখানে তৃণমূলের নামে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করে বিষয়টি ধরে ফেলেন লকেট। তখনই লকেটের গাড়ি লক্ষ্য করে ইঁট-পাটকেল ছুঁড়ে গাড়ি কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি নিজেও চোট পান লকেট।
নাটক ধোপে টিকলো না তো শ্রীমতি @me_locket?
মুখোশ আবারো খুলে গেল @BJP4Bengal-এর?গাড়ির কাঁচ ভাঙছে ভেতর থেকে, কিন্তু আদ্যোপান্ত অসৎ-এর মতন মিথ্যা বলছেন বাংলার মানুষকে?
বিজেপির ভাঁওতাবাজিতে ভুলবে না বাংলার মানুষ।
লজ্জা করে না আপনাদের?#BengalRejectsBJP pic.twitter.com/NyNo6PFTVs— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) April 10, 2021
এই ঘটনায় ৫ জনকে গ্রেফতারও করা হয় এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে দেওয়া হয়। এই অভিযোগের পর আসরে নামে তৃণমূল। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এনে উল্টে লকেটকেই কাঠগড়ায় দাঁড় করায় তৃণমূল। ভিডিও প্রকাশ করে তৃণমূল দাবি করেছে, হামলায় নয়, নিজেই নিজের গাড়ির কাঁচ ভেঙ্গেছেন লকেট। তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন এই অভিযোগ করেছেন।
BOOM analysed clips from the incident and found that a stone was hurled at the car window which led to it shattering.
Read more: https://t.co/CnSkG1L6NN#FakeNews #WestBengalPolls #BOOMFactCheck #LocketChatterjee pic.twitter.com/63Xvk2MZD1
— BOOM Live (@boomlive_in) April 10, 2021
অন্যদিকে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট থেকে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে, দূর থেকে আসা একটি ঢিলেই লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির কাঁচ ভেঙ্গেছে। খুব অস্পষ্ট হলেও, ঢিলের অস্তিস্ত্বের প্রমাণ পাওয়া গিয়েছে।