বাংলাহান্ট ডেস্ক : সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচনে ভোট হয়েছে হুগলিতে। সেই ভোট নিয়ে যথেষ্ট খুশি হুগলির বিজেপি প্রার্থী (Bharatiya Janata Party) লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ২০১৯ সালে যেভাবে ভোট হয়েছিল তার থেকেও ভালো ভোট হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, চন্দননগরের আশি শতাংশ ক্যাম্প বসাতে পেরেছে বিজেপি।
তবে ধনিয়াখালি প্রসঙ্গে কিছু অভিযোগ উঠলেও সেই বিষয় নিয়ে ভাবতে নারাজ লকেট। আগেরবার মানুষ যা আশীর্বাদ করেছেন তার থেকেও এবার বেশি করে মানুষ তার পাশে আছেন বলে জানান তিনি। প্রতিপক্ষ রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) কি গুরুত্ব দিচ্ছেন লকেট? রচনা কে খুব একটা গুরুত্ব না দিলেও প্রতিপক্ষ হিসেবে একেবারেই যে লড়াই কঠিন নয় তা মনে করেন লকেট।
আরোও পড়ুন : বিপর্যয়ের জেরেই বাঁধল বিপত্তি! উঁচু হয়ে গিয়েছে তিস্তার নদীখাত, ভয় ধরাচ্ছে সেচ দপ্তরের রিপোর্ট
স্বীকার করে নিয়েছেন, লড়াইটা কঠিন। এবার সাংবাদিক বৈঠক করে লকেট রচনা সম্পর্কে এক বিস্ফোরক দাবি করলেন। তিনি বলেন,”অনেক আগেই উনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। আমার কাছে খবর এসেছিল। ভুল করে তৃণমূলে চলে গিয়েছেন। সত্যিকারের রাজনীতি করতে চাইলে বিজেপিতে আসুন।”
আরোও পড়ুন : ১-২ টি নয়, কয়েক মিনিটেই একসঙ্গে প্রাণ গেল ৩৬ ফ্লেমিঙ্গো পাখির!নেপথ্যের কারণ জানলে মায়া লাগবে
এখানেই থেমে থাকেননি লকেট। তিনি আরও বলেন, “উনি (রচনা) কী করেছেন জানি না। তবে ৭ টাতেই টায়ার্ড হয়ে গেলেন! পরীক্ষার দিনই প্রার্থী যদি সকাল ৭ টায় ক্লান্ত হয়ে যান, তাহলে বাকি কর্মীরা কী করবেন।” লকেটের দাবি, বিধায়ক অসীমা পাত্রও রচনার সঙ্গে থাকতেন না। ধনিয়াখালি প্রসঙ্গে লকেট কিছু অভিযোগ করেছেন।
বাইরে থেকে লোক এসে ভোট দিচ্ছিল, স্থানীয় ভোটাররা ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। ধনিয়াখালি তে নির্বাচনের দিন বুথ পরিদর্শনে যান লকেট। ভোট চলাকালীন ধনিয়াখালিতে লকেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিধায়ক অসীমা পাত্র। তাকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শিত হয় চন্দননগরেও।