বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে বিতর্কিত মন্তব্যে জেরে আরো বেকায়দায় রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। তৃণমূল (Trinamool Congress) নেতার মন্তব্যের বিরোধিতা করে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে পদ্মফুল শিবির আর এবার দিল্লির (Delhi) নর্থ অ্যাভিনিউ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। এই ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে একটি সভায় বক্তৃতা দিতে ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”
রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের কারণে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। দেশের সর্বোচ্চ নাগরিককে কিভাবে এই ভাষায় অপমান করতে পারেন রাজ্যের মন্ত্রী, সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে বিজেপি কর্মী সমর্থক এবং নেতা মন্ত্রীরা। এই ঘটনায় নন্দীগ্রাম থানা এবং মালদহের একটি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁর পদত্যাগের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে একাধিক মহল আর এবার বাংলা ছাড়িয়ে অবশেষে রাজধানীতে অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বসলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
সূত্রের খবর, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে বাংলার পুলিশ কতখানি পদক্ষেপ নেবে, সেই বিষয়ে সংশয়ে খোদ বিজেপি সাংসদ আর সেই কারণেই দিল্লিতে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন তিনি। তবে শুধুমাত্র বিজেপিই নয়, বর্তমানে জাতীয় মহিলা কমিশনের পাঠানো নোটিস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকেও অখিল গিরির মন্তব্যকে সমর্থন জানানো হয়নি; যে কারণে অস্বস্তি আরও বহু গুণে বৃদ্ধি পেয়েছে মন্ত্রীর।
প্রসঙ্গত, বাংলাজুড়ে সমালোচনা মাঝে বর্তমানে ক্ষমা চেয়ে বসেছেন অখিল গিরি। তিনি জানান, “শুভেন্দু অধিকারী বিগত বেশ কয়েকদিন ধরে আমাকে অপমান করে চলেছেন। ‘হাফ প্যান্ট পরা মন্ত্রী’, ‘কাকের মত দেখতে’ বলে অপমান করেন। তার জবাব দিতে গিয়ে আমি এই মন্তব্য করি। তবে রাষ্ট্রপতিকে অপমান করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।” তবে এরপরেও থামছে না বিতর্ক আর এবার দিল্লিতে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকে কেন্দ্র করে সেই বিতর্ক আরো বৃদ্ধি পেল বলেই মত বিশেষজ্ঞদের।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা