লোকাল ট্রেন চালু করতে হাওড়া DRM-এর দ্বারস্থ লকেট, দিলেন লিখিত আবেদনপত্র

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ লোকাল ট্রেন (local train) চালু করার আর্জি জানিয়ে লিখিত আবেদন করলেন বিজেপি (bjp) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। শুক্রবার হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে দেখা করেন লকেট চট্টোপাধ্যায়। সেখানেই লোকাল ট্রেন চালানোর জন্য লিখিত আবেদন করলেন বিজেপি সাংসদ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা এখন অনেকটাই নিম্নগামী। প্রায় সমস্ত কিছু আগের মত স্বাভাবিক হয়ে গেলেও, এখনও বন্ধ রয়েছে বাস এবং ট্রেন পরিষেবা। কিছু স্টাফ স্পেশাল ট্রেন চললেও, তাতে উঠতে পারছেন না সাধারণ মানুষ। সেইকারণে ট্রেন চালানোর দাবিতে বৃহস্পতিবার মল্লিকপুর, সোনারপুর ও ঘুটিয়ারিতে অবরোধ, ভাঙচুর চালায় সাধারণ মানুষ। মানুষের অবরোধের জেরে প্রায় ৩ ঘণ্টা ধরে বন্ধ ছিল স্টাফ স্পেশাল ট্রেন।

এরপর শুক্রবার লোকাল ট্রেন চালানোর আর্জি জানিয়ে হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লিখিত আবেদনও করেন বিজেপি সাংসদ। লকেট দাবি জানান, ‘করোনায় জারি থাকা বিধিনিষেধের মধ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে অনেকদিন ধরেই। অল্প সংখ্যক স্টাফ স্পেশাল ট্রেন চললেও, সাধারণ মানুষ সেই ট্রেনে উঠতে পারছেন না। যার ফলে একদিকে করোনা আবহে অর্থসংকট, আর অন্যদিকে গাড়ি ভাড়া দিয়ে অফিসে যেতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে’।

প্রসঙ্গত, সংক্রমণ কিছুটা কমলেও, এখনও ট্রেন চালানোর ব্যাপারে নারাজ রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, লোকাল ট্রেন চালু করলে যদি, সংক্রমণ বেড়ে যায়, তার দায় নেবে কে?

সম্পর্কিত খবর

X