বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশনের পঞ্চম দিনে এক নয়া রেকর্ড গড়েছেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির সাংসদ এ দিন সংসদে অধিবেশন চলাকালীন পার্শ্ব শিক্ষকদের টানা 15 দিনের অবস্থান অনশন কে পৌঁছে দিয়েছেন সংসদে। এ দিন কার্যত লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্যে তুমুল হট্টগোল শুরু হয় সংসদে। পারফরমেন্সের জেরে এবার পুরস্কার পেলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা কমিটির সদস্য হলেন তিনি। যদিও ওই কমিটিতে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অনেকদিন আগে থেকেই রয়েছেন তবে শনিবার থেকেই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হলেন। সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে হুগলির সাংসদ হয়েছেন তিনি একই সঙ্গে তার পারফর্মেন্স বেশ ভালো তার ওপরে আবার সংসদে প্রথমবার বক্তব্য রাখতে উঠে কার্যত ঝড় তুলেছেন
আর তাতেই খুশি স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা কমিটি। উল্লেখ্য শুক্রবার পার্শ্ব শিক্ষকদের পক্ষে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, পনেরো দিনের বেশি হয়ে গেল পার্শ্ব শিক্ষকরা অনশন করছেন কিন্তু রাজ্য সরকারি কেউ সেখানে দেখতে যায়নি পশ্চিম মেদিনীপুরের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। একই সঙ্গে বাংলায় শিক্ষকদের শোচনীয় অবস্থা বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুলে শিক্ষকদের জন্য টাকা দেওয়া হচ্ছে না অথচ মেলা খেলা হচ্ছে এমনটাই বলেন লকেট।
যদিও লকেট চট্টোপাধ্যায়কে ছেড়ে কথা বলেননি তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সঙ্গে লোকসভারযে পার্থক্য রয়েছে সেটা প্রথমবারের সাংসদরা বুঝতে পারছেন না বলে নাম না করেই লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেন।