রাজ্যের বিশেষ সম্প্রদায় এলাকাগুলিকে মমতার ভোটব্যাঙ্ক বলে উল্লেখ লকেটের

অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পর থেকে বারবার এনআরসি ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে বাংলার রাজ্য রাজনীতি। অসমে এনআরসির তালিকা প্রকাশিত হওয়ার দিনই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে সুযোগ পেলে এনআরসি চালু করার কথা ঘোষণা করেন। এমনকি কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও পশ্চিমবঙ্গে এনআরসি কোনো ভাবেই প্রতিরোধ করা যাবে না বলেই জানিয়েছিলেন। এবার বালুরঘাটে দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করতে গিয়ে সাংবাদিকদের সামনে আবারও এনআরসি নিয়ে মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি। অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী বলেন লকেট। একইসঙ্গে তিনি আরও জানান, ”অসমে ১৯ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গে সঠিকভাবে এনআরসি চালু করা হলে, এক কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে।”

একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলাপ বিরুদ্ধে আঙুল তোলেন বিজেপি সাংসদ। অভিযোগ করেন কলকাতার বেশ কিছু এলাকা সহ সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় নাকি আইনশৃঙ্খলা নেই। আর সেইসব জায়গাগুলিকেই মুখ্যমন্ত্রী ভোট ব্যাঙ্ক হিসেবেই ব্যবহার করতে চাইছেন। তাই গোটা রাজ্যে এনআরসি চালু করার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী লকেট জানান, ”যারা পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়া এদেশে বসবাস করছে, তাদেরকে বেছে বেছে খুঁজে বের করে ফেরত পাঠানো হবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার এনআরসির বিরোধিতা করে প্রতিবাদে মহানগরে হেঁটেছেন মুখ্যমন্ত্রী। শ্যামবাজারে একটি সভাও করেন। সেখান থেকে সরাসরি এনআরসির প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি।

 

সম্পর্কিত খবর