IPL 2022-এ উমরানের গতির রেকর্ড ভাঙলেন ফার্গুসন, ফাইনালে করলেন দ্রুততম ডেলিভারি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবিবার আহমেদাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ফাইনাল ম্যাচ জেতা গুজরাট টাইটান্স দলের অংশ ছিলেন কিউয়ি পেসার লকি ফার্গুসন। কাল আইপিএলের ১৫ তম মরশুমে তিনি একটি রেকর্ড গড়েছেন। কাল নিজের প্রথম ওভারে তিনি জস বাটলারকে একটি দুর্দান্ত ইয়র্কার বলটি করেছিলেন যার গতি ছিল ঘন্টায় ১৫৭.৩ কিলোমিটার। এটিই ছিল সদ্যসমাপ্ত আইপিএলের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি।

নিজের গতির জন্য পরিচিত লকি ফার্গুসন। কিন্তু এই মরশুমে তার গতি খুব একটা আলোচনার কেন্দ্রে ছিল না। কারণ চলতি আইপিএলের নতুন স্পিডস্টার হয়ে উঠেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ কাশ্মীরি পেসার উমরান মালিক। নিয়মিত ১৫০ কিমি প্রতি ঘন্টা গতিতে বল করছিলেন উমরান। এমনকি সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্স যখন মুখোমুখি হয়েছে তখন উমরান গতিতে টেক্কা দিয়েছেন ফার্গুসনকে। কালকের আগে অবধি চলতি মরশুমে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি করার রেকর্ডটি ছিল উমরানের নামে। কিন্তু কালকের ম্যাচে ফার্গুসনই শেষ হাসি হেসেছেন আইপিএলে গতির সম্রাট হিসাবে।

lockie ferguson

কাল ফার্গুসনের দল খুব সহজেই রাজস্থান রয়্যালসকে টেক্কা দিয়ে ট্রফি ঘরে তুলেছে। প্রথমে ব্যাট করে ১৩০ রানের বেশি তুলতে পারেননি বাটলাররা। ১১ বল বাকি থাকতেই সেই রান চেজ করে ফেলে গুজরাট টাইটান্স। এর ফলে রাজস্থান রয়্যালসের পর প্রথম দল হিসেবে অভিষেক মরশুমে ট্রফি জেতার সম্মান পেয়েছে গুজরাট টাইটান্স।

লকি ফার্গুসন কাল রেকর্ড গড়লেও খুব ভালো পারফরম্যান্স করতে পারেননি এই মরশুমে। কাল ফাইনালে ৩ ওভার হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে কৃপণ বোলিং করলেও, কোনও উইকেট পাননি তিনি। চলতি মরশুমে ১৩ টি ম্যাচ খেলে মাত্র ১২টি উইকেট পেয়েছেন কিউয়ি পেসার।


Reetabrata Deb

সম্পর্কিত খবর