চার ওভারে চারটেই মেডেন, সাথে তিনটি উইকেট! বিশ্বকাপে জ্বলে উঠলেন লকি ফার্গুসন, গড়লেন নজির

Published On:

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) এবার হল বিরাট রেকর্ড। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড (New Zealand)। এমতাবস্থায়, সোমবার পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) বিরুদ্ধে নিউজিল্যান্ড খেলতে নেমেছিল নিয়মরক্ষার ম্যাচ।

আর সেই ম্যাচেই নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড় লকি ফার্গুসন (Lockie Ferguson) গড়ে ফেললেন বিশেষ নজির। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি T20 ক্রিকেটের ইতিহাসে করে ফেলেছেন সবথেকে কৃপণতম বোলিং। শুধু তাই নয়, তিনি হাসিল করেছেন উইকেটও।

Lockie Ferguson set a great precedent in the ICC Men's T20 World Cup.

জানিয়ে রাখি যে, ওই ম্যাচে নিজের মোট চারটি ওভারে ফার্গুসন কোনো রান হতে দেননি। অর্থাৎ, চারটি ওভারই ছিল মেডেন। পাশাপাশি, তিনি নিয়েছেন তিনটি টি উইকেট। এমতাবস্থায়, T20 ক্রিকেটের ইতিহাসে এমন সফল বোলিং পরিসংখ্যান আর কারোর নেই। উল্লেখ্য যে, কানাডার সাদ বিন জাফর ২০২১ সালে পানামার বিরুদ্ধে চারটি মেডেন ওভার করেছিলেন। কিন্তু, তিনি পেয়েছিলেন দু’টি উইকেট। এবার সেই নজরকেও টপকে গেলেন ফার্গুসন।

আরও পড়ুন: সৌদি আরবে ভয়াবহ পরিস্থিতি, গরমের জেরে ত্রাহি ত্রাহি অবস্থা সবার, হিট স্ট্রোকে মৃত্যু ১৯ হজযাত্রীর

প্রসঙ্গত উল্লেখ্য, T20 বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত তিনজন বোলার সর্বাধিক দু’টি মেডেনের ইতিহাস গড়েছেন। যেগুলির মধ্যে এবারের বিশ্বকাপেই বাংলাদেশের তানজিম হাসান সাকিব নেপালের বিরুদ্ধে দু’টি মেডেন করেছিলেন।

আরও পড়ুন: শুধু অত্যধিক গরমের কারণে নয়, দেশজুড়ে হু হু করে AC বিক্রির পেছনে রয়েছে একাধিক বিষয়, ফাঁস হল তথ্য

এছাড়াও, ২০১২ সালে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং ভারতের হরভজন সিংহ ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি করে মেডেন ওভার করেছিলেন। তবে, এবার ফার্গুসন টপকে গেলেন সবাইকে। ওইদিনের ম্যাচে ফার্গুসন পাপুয়া নিউ গিনির অধিনায়ক আসাদ ভালা সহ চার্লস আমিনি এবং চাদ সোপারকে আউট করেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X