ট্রেন দাঁড় করিয়ে চা খেতে ব্যস্ত লোকো পাইলট! ছবি ভাইরাল হতেই চারিদিকে নিন্দার ঝড়

বাংলা হান্ট ডেস্কঃ রেল পরিবহন হলো আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পরিবহন মাধ্যম। আমাদের দেশে প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যাতায়াত করে। অফিস টাইমে হোক কিংবা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য রেল যাত্রা সবসময়ই মানুষের কাছে অতি পছন্দের। তবে ট্রেনে করে মানুষ ছাড়াও আমরা বিভিন্ন মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি, যা আমাদের কাছে ‘মালগাড়ি’ নামে পরিচিত। কিন্তু কখনো ভেবে দেখেছেন যদি ট্রেনের চালক এবং লোকো পাইলট মিলে আচমকা ট্রেন রুখে দেন, তবে কি পরিমাণ সমস্যারই না মুখোমুখি হতে হবে! সম্প্রতি, ভাইরাল এক ফটোয় এমনই এক দৃশ্য উঠে এসেছে এবং ঘটনার পিছনে কারণ জানলে আপনি আরো অবাক হয়ে পড়বেন।

ভাইরাল এই দৃশ্যের কেন্দ্র স্থল হলো বিহার রাজ্যের সিওয়ান এলাকা। ছবিতে দেখা যায়, সিওয়ান এলাকায় রেল লাইনের নিকট দুদিকের ক্রসিং বন্ধ করে দেওয়া হয় এবং ক্রসিংয়ের দু’ধারে অসংখ্য যানবাহন অপেক্ষারত থাকে। ঠিক সেই সময় রেললাইনের ওপর দিয়ে একটি ট্রেন দ্রুতগতিতে যেতে যেতে আচমকাই দাঁড়িয়ে পড়ে। এহেন দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকল ব্যক্তি হতভম্ব হয়ে পড়েন। কিন্তু এরপরই তারা যে ঘটনার সাক্ষী থাকে, তা আরো আশ্চর্যজনক!

তারা লক্ষ্য করেন যে, ট্রেনটিকে দাঁড় করিয়ে লোকো পাইলট চা খেতে ব্যস্ত রয়েছেন! ভাইরাল হওয়া এই দৃশ্য দেখে স্পষ্টই বোঝা যায় যে, যাতায়াতের মাঝখানে চা খাওয়ার জন্যই ট্রেনটি দাঁড় করানো হয় এবং এরপর লোকো পাইলট চা খেতে শুরু করেন। লোকো পাইলট ট্রেনের ইঞ্জিনের মধ্যেই দাঁড়িয়ে চা খেতে ব্যস্ত থাকে। এরপর দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা সকলের মুখে বিরক্তির ছাপও স্পষ্ট ধরা পড়ে।

ঘটনাটি ভাইরাল হওয়ার পরে সিওয়ান স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “এই অঞ্চলে ট্রেন থামার কোনো রকম তথ্য আমাদের কাছে নেই। ট্রেন যদি কোথাও বেশিক্ষণ থামে, তাহলে সেটি কি কারণে থামল, এই সংক্রান্ত তথ্য আমাদের কাছে পৌঁছে যায়। কিন্তু এ ক্ষেত্রে এসব কিছুই হয়নি। তবে বর্তমানে আমরা ভাইরাল হওয়া এক দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে, লোকো পাইলট চা খাওয়ার জন্য ট্রেন আটকে রেখেছেন।”

তিনি আরো বলেন, “এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চ কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখবেন যে, আদেও চা খাওয়ার জন্য ট্রেনটি দাঁড় করানো হয়েছিল, নাকি অন্য কোনো কারণে!” তবে ভাইরাল এই দৃশ্যটি ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

কিভাবে শুধুমাত্র চা খাওয়ার জন্য যাত্রী ভর্তি একটি ট্রেনকে আচমকা আটকে দিলো তারা, এ বিষয়ে সেই লোকো পাইলটকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য এই বিতর্ক কোথায় গিয়ে থামে, সেদিকে তাকিয়ে সকলে।

Sayan Das

সম্পর্কিত খবর