বাংলাহান্ট ডেস্কঃ করোনা ( corona virus) মহামারির মধ্যেই ভারতের (india) পশ্চিমের রাজ্যগুলিতে আক্রমণ করেছে পঙ্গপাল ( loctus)। পতঙ্গবিদদের ধারনা, ভারতে ৮ হাজার কোটি নতুন পঙ্গপাল জন্ম নেবে। পঙ্গপাল থেকে সুরক্ষিত নয় বাংলাও (bengal)৷ অনেকেই মনে করছেন আমফান পরবর্তী বাংলার আবহাওয়া সফট টার্গেট হতে পারে এই পতঙ্গের।
পঙ্গপাল যে কতখানি মারাত্মক তা ‘সহজ পাঠ’ থেকেই প্রতিটি বাঙালি শিশুর ধারনা আছে। এই পরিযায়ী পতঙ্গটির দল একাই যে কোনো দেশে দুর্ভিক্ষ আনার জন্য যথেষ্ট। মাইলের পর মাইল লম্বা দলগুলি গোগ্রাসে সাঙ্গ করে দিতে দেশের ফসল। স্বাভাবিকভাবেই মহামারির সময়ে এই পতঙ্গের আক্রমণ চিন্তার ভাঁজ ফেলেছে ভারতবাসীর কপালে।
https://www.instagram.com/tv/CAmS9KMpiej/?igshid=1at2paeq6zh0c
পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে পঙ্গপালের বিশাল দল। রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলের ফসল নষ্ট করেছে এই পঙ্গপালের দল। আতঙ্কে হরিয়ানা, মধ্যপ্রদেশের চাষীরাও। ইতিমধ্যে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ভারত—পাক সীমান্তে সামনের মাসেই আট হাজার কোটি পঙ্গপালের জন্ম হতে পারে। বর্ষাকালে ভারতের স্যাঁতসেঁতে পরিবেশে পঙ্গপাল ডিম পারে, আগামী জুনেই ভারত পাক সীমান্তে নিজেদের দলে নতুন ৮ হাজার কোটি সদস্য যোগ করে নিতে পারে তারা।
https://www.instagram.com/p/CApouifANHE/?igshid=zenf8tqoqe8o
বাংলার পতঙ্গবিদরা মনে করছেন, বর্ষাকালে বাংলার জলবায়ু এই পতঙ্গকে আকৃষ্ট করতে পারে। গঙ্গাপাড়ের হাওয়া, আদর্শ বংশ বৃদ্ধির পরিবেশ ও প্রচুর ফসলের কারনে বাংলা আক্রান্ত হতেই পারে। তবে সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এই মুহুর্তে জোর কদমে পঙ্গপাল নিধনের কাজ চলছে পশ্চিম ভারতে। ডিম পাড়ার আগেই পঙ্গপালের দলকে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। যদিও এই বিশাল দলের সাথে এঁটে ওঠা খুব সহজ হচ্ছে না।
https://www.instagram.com/p/CApvuYhoHPj/?igshid=kugmmt967kvv