বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India) অনেক রাজ্যেই পাকিস্তান (Pakistan) থেকে আসা পঙ্গপালের (Locust) দল আক্রমণ করে। অনেক রাজ্যেই তো এই আক্রমণে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়। পঙ্গপালকে তাড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনেক পদক্ষেপ নেয়। সরকারের কৃষি বিভাগের তরফ থেকে যেমন কীটনাশক ছড়ানো হয়, তেমনই চাষিরা থালা, বাসন আর ঘণ্টা বাজিয়ে বিকট আওয়াজের মাধ্যমে ওই পঙ্গপালের দলকে তাড়ানোর চেষ্টা করে।
আর এবার উত্তর প্রদেশের পুলিশ পঙ্গপালের এমন এক ভিডিও শেয়ার করেছেন। যেটা দেখা আপনি নিজের হাসি থামাতে পারবেন না। ওই ভিডিওতে পঙ্গপালকে হাল টানতে দেখা যাচ্ছে। যদিও ওটা হাল না, ওটা একটি ছোট যন্ত্রের মতো। যেটির সাথে পঙ্গপালকে বেঁধে দেওয়া হয়েছে।
উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত এসপি রাহুল শ্রীবাস্তব ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেন। রাহুল ওই ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘প্রিয় পঙ্গপাল, তুমি আমাদের জমি নষ্ট করেছ এবার তোমাকে দিয়েই হাল টানা করাব।”
https://twitter.com/upcoprahul/status/1269870613411266562
রাহুল শ্রীবস্তবের ওই ভিডিওকে সবাই খুব পছন্দ করছেন। অনেকেই বলছে যে পঙ্গপালদের সাথে এমনই করা উচিৎ। আবার বেশ কিছু মানুষ পশুদের জন্য বানানো সংগঠন (PETA)কে এই কাজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করছেন।
আরও পড়ুনঃ ভিজে চুল, হট প্যান্ট, স্বমহিমায় ‘ঝুমা বৌদি’ ওরফে মোনালিসা!
আরেকদিকে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে এক ব্যাক্তি একটি মাছকে বিয়ার পান করাচ্ছে দেখা যাচ্ছে। নন্দা ওই ভিডিও শেয়ার করে লেখেন, এই মাছ খুব সৌভাগ্যবান কারণ এই গরমের দিনেও সে ঠান্ডা ঠান্ডা বিয়ার খেতে পারছে।
“ Drink like a fish”clearly has an element of truth….
This fish is truly lucky to gulp down some chilled beer from his friend on a hot day.
Remarkablepic.twitter.com/cGROZbVzOa
— Susanta Nanda (@susantananda3) June 6, 2020
রাহুল শ্রীবাস্তব এবং সুশান্ত নন্দার শেয়ার করা ভিডিও ট্যুইটারে খুব ভাইরাল হচ্ছে। অনেকেই এই ভিডিওর খুব মজা নিচ্ছেন, আবার অনেকেই সেই ভিডিও গুলো নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দিচ্ছেন।