ভোট দিতে গিয়ে আক্রান্ত! শীতলকুচিতে পাথর মেরে যুবকের চোখ ফাটিয়ে দিল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল এই কেন্দ্র। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ফের ‘রক্তারক্তি কাণ্ড’ শীতলকুচিতে (Sitalkuchi)। শুক্রবার ভোট দিতে এসে চোখ ফাটল এক ভোটারের। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

আজ থেকে রাজ্যে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন আজ। সকাল থেকেই কোচবিহারের নানান জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। শীতলকুচিতে এক বিজেপি (BJP) কর্মীর হাতে ও মাথায় হাঁসুয়ার কোপ মারার অভিযোগ উঠেছে। সেই ঘটনার পর এবার ভোটারের চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শীতলকুচির ছোট শালবাড়ি অঞ্চলে।

আক্রান্ত ভোটার বলেন, ‘আমি সকালবেলা ভোট দিতে গিয়েছিলাম। তখন ভোট কাউন্টার খোলেনি। আমি ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম। কাউন্টার খোলার পর আমরা ভোট দিই। বাড়ি ফেরার সময় পিছনে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই’।

আরও পড়ুনঃ BJP নেতার বাড়িতে তাজা বোমা! ‘লাড্ডু নাকি যে না মেরে ওভাবে সাজিয়ে রাখবে? পাল্টা প্রশ্ন উদয়নের

আক্রান্ত ভোটারের অভিযোগ, তৃণমূলের লোকজন চিৎকার চেঁচামেচি করছিল। আওয়াজ শুনে তিনি পিছন ফিরে দেখেন পাথর ছোঁড়াছুড়ি শুরু হয়েছে। সেই পাথর এসে তাঁর চোখে লাগে। তৃণমূলের লোকেরাই সেই পাথর মেরেছে বলে দাবি করেন তিনি।

এরপর বলেন, ‘আমরা তো চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। কিন্তু সেটা আর ওঁরা কোথায় হতে দিল! ভোট দিতে গিয়ে সাধারণ মানুষ আক্রান্ত হয়, মার খায়!’ আক্রান্ত ভোটার জানান, তাঁকে পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী কেউ হাসপাতালে নিয়ে যায়নি। ডাক্তার কী বলছে জিজ্ঞেস করায় তিনি জানান, ‘চিকিৎসা করতে হবে বলেছে। আপাতত প্রাথমিক চিকিৎসা করা হয়েছে’।

lok sabha election 2024 sitalkuchi voter got hurt

এদিকে ছেলের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলতে দেখা যায় আক্রান্ত ভোটারের মা-কে। জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে প্রতিক্রিয়া চাওয়া হলে, দু’চোখ বেয়ে জল পড়তে থাকে তাঁর। ‘আমি আর কী বলব’! কাঁদতে কাঁদতে বলেন তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর