জেলে যাওয়াই হল কাল! অনুব্রত ওয়ার্ডেই ব্যাপক ধাক্কা তৃণমূলে, ফুটল পদ্মফুল

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফল প্রকাশ্যে আসতেই এবারও দেখা গেল রাজ্য জুড়ে সবুজ ঝড়। যার ফলে ২০১৯ -র পর আবারও বাংলা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল গেরুয়া শিবিরের। কিন্তু এরই মাঝে ঘাসফুল শিবিরকে বিব্রত করেছে বোলপুর পুরসভার ফলাফল।  কারণ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে বোলপুর লোকসভার কেন্দ্রে (Bolpur Constituency) তৃণমূল প্রার্থী অসিত মাল (Asit Mal) রেকর্ড ভোটে জয়ী হলেও বিজেপি প্রার্থীর কাছে তিনি পিছিয়ে রয়েছেন বেশ কয়েকটি হেভি ওয়েট ওয়ার্ডে।

তৃণমূলের জেলা সভাপতি তথা বোলপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নিজের বুথেই পিছিয়ে শাসকদল! একথা যেন কিছুতেই বিশ্বাস করে উঠতে ঘাসফুল শিবির। তবে শুধুই অনুব্রত নয় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) ওয়ার্ডে এগিয়ে বিজেপি। যা রীতিমতো গলার কাঁটা হয়ে বিঁধছে জোড়া ফুল শিবিরের। তাছাড়া বোলপুরের আরও একাধিক ওয়ার্ডের বিজেপির কাছে হেরেছে তৃণমূল কংগ্রেস। যার কারণ বিশ্লেষণ করতেই শাসক দলের অন্দরে  শুরু হয়েছে ব্যাপক কাটাছেঁড়া।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ড অর্থাৎঅনুব্রত মণ্ডলের ওয়ার্ডে ভাগবত প্রাথমিক স্কুল ও কালিকাপুর প্রাথমিক স্কুলের ছয়টি বুথে বিজেপি একাই পেয়েছে ৩,৩২৯টি ভোট। অন্যদিকে তৃণমূল অনুব্রতর ওয়ার্ডেই পেয়েছে ১,৫৭৮টি ভোট। তাই হিসাব অনুযায়ী সেখানে গেরুয়া শিবিরের সাথে তৃণমূলের মোটব্যবধান ১৭৫১টি ভোট।

আরও পড়ুন: NDA সরকার গঠনের পরেই আসছে বিরাট চমক! সত্যিই পেট্রোলের দাম কমাবেন মোদি?

একই ছবি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওয়ার্ড কুঞ্জবিহারী প্রাথমিক স্কুল ও বোলপুর নিচুপট্টি হাইস্কুলেও। সেখানে রাজ্যের শাসক দোল বিজেপির কাছে হরেছে ৭ ভোটের ব্যবধানে হরেছেন। অন্যদিকে বোলপুর পুরসভায় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূলের জয়ী প্রার্থী অসিতকুমার মাল পেয়েছেন ৮,৫৫,৬৩৩টি ভোট। আর বিজেপির পিয়া সাহা পেয়েছেন ৫,২৮, ৩৮০টি ভোট। মোট ৩,২৭,২৫৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অসিতবাবু।

anubrata 1

তবে অনুব্রত মণ্ডল আর রাজ্য়ের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওয়ার্ডে হেরে যাওয়ার কারণ প্রসঙ্গে সদুত্তর দিতে না পারলেও এদিন তিনি বলেছেন, ‘বিপুল জয় লাভের পরও বোলপুর শহরে বেশ কিছু ওয়ার্ডে পরাজয় নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। আগামী দিনে দলীয় কর্মী-সমর্থকদের নিয়েই বিশ্লেষণ করে দেখা হবে এবং খতিয়ে দেখা হবে কেন এমন হল।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর