বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি আন্দোলনের মুখ হিসেবে প্রথম পরিচিতি পাওয়া শুরু তাঁর। সন্দেশখালির সেই প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্র (Rekha Patra) বর্তমানে BJP প্রার্থী। বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। একসময় ঘর সামলে যার দিন কেটে যেত, এখন তিনি নেমে পড়েছেন ভোট ময়দানে। শনিবার যেমন ভোট (Lok Sabha Election 2024) দিয়ে বেরিয়েই বিরাট দাবি করলেন রেখা।
আজ সকালে সন্দেশখালি (Sandeshkhali) অভিযান সংঘের রক্ষাকালী মন্দিরে পুজো দিতে যান BJP প্রার্থী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এতবছরের ভোটার হলেও এই প্রথমবার নিজের ইচ্ছায় ভোট দিচ্ছেন তিনি। এর আগে ভোটের দিন তাঁদের কেমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো, সেকথাও জানিয়েছেন রেখা।
বসিরহাটের (Basirhat) BJP প্রার্থীর কথায়, ‘আমি শুধু নই, এলাকার সকল মানুষের কমবেশি একই অবস্থা। বহুবার এমন হয়েছে ভোটকেন্দ্র অবধি যেতে হয়নি। হুমকির কারণে ঘরেই ছিলাম। কোনওবার হয়তো আবার ভোট দিতে গিয়েছি, কিন্তু অন্যের নির্দেশে ভোট দিয়েছি। তাই সেদিক থেকে দেখলে এই প্রথমবার নিজের ইচ্ছায় ভোট দিলাম’।
আরও পড়ুনঃ ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গে কতদিন দুর্যোগ চলবে? জানাল হাওয়া অফিস
রেখা বলেন, এলাকার সব মানুষ যাতে নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারেন, তিনি সেটাই চান । যার যাকে পছন্দ, তিনি তাঁকে ভোট দিন। তবে প্রত্যেকে যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। কারণ এটা এদেশের সকলের মৌলিক অধিকার।
উল্লেখ্য, সন্দেশখালি আন্দোলনের মুখ হলেন রেখা। শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। চব্বিশের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছে BJP। টিকিট দেওয়ার পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন রেখাকে। সন্দেশখালির এই প্রতিবাদী গৃহবধূকে ‘শক্তি স্বরূপা’ আখ্যা দেওয়ার পাশাপাশি সাহস জুগিয়েছিলেন তিনি।
অন্যদিকে উনিশের লোকসভা ভোটে অভিনেতা নুসরত জাহানকে বসিরহাট থেকে দাঁড় করিয়েছিল তৃণমূল। সেবার এখান থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন নুসরত। তবে চব্বিশের ভোটে তাঁর ওপর আস্থা রাখেনি দল। বরং হাজি নুরুল ইসলামকে দাঁড় করিয়ে জোড়াফুল শিবির।