বাংলা হান্ট ডেস্কঃ উনিশের পর চব্বিশের লোকসভা নির্বাচনেও (Lok Sabha Election 2024) ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ব্রিগেডের জনগর্জন সভা থেকেই ঘোষণা করা হয়েছে তাঁর নাম। এদিকে তৃণমূল ‘সেনাপতি’কে একাধিকবার হারানোর হুঙ্কার দিলেও এখনও তাঁর বিরুদ্ধে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি পদ্ম-শিবির!
বিজেপির (BJP) প্রথম দফার প্রার্থী তালিকায় বাংলার ২০টি কেন্দ্রের প্রার্থীর নাম ছিল। তবে তার মধ্যে আসানসোল কেন্দ্রের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। রবিবার বঙ্গের ১৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। এখনও বাকি ৪টি আসন। তার মধ্যে নাম রয়েছে ডায়মন্ড হারবারের (Diamond Harbour)। ওই আসনে অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন তা এখনও জানায়নি কেন্দ্রের শাসক দল।
নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার অভিষেককে পরাজিত করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। পদ্ম-শিবিরের আরও একাধিক নেতার গলায় শোনা গিয়েছে একই সুর। এমনকি কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথ্য সদ্য বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তৃণমূল (TMC) ‘সেনাপতি’কে পরাজিত করার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। তবে এত ‘তর্জন গর্জনে’র পরেও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করল না পদ্ম-শিবির।
আরও পড়ুনঃ এবার অবৈধ বালি কারবারে নাম জড়ালো হেভিওয়েট তৃণমূল নেতার! ভোটের মুখে চাপে জোড়াফুল
লড়াইটা যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাই এই কেন্দ্রে বিজেপি কোনও হেভিওয়েট প্রার্থী দেবে বলে অনুমান। তবে কে পাবেন টিকিট তা এখনও ঘোষণা করেনি গেরুয়া শিবির। লোকসভা নির্বাচন শিয়রে হলেও বিজেপি কর্মীরা এখনও জানেন না কে প্রার্থী হচ্ছেন। বিজেপির জন্য বিষয়টা ইতিবাচক নয় বলেই মত ওয়াকিবহাল মহলের।
অন্যদিকে আসানসোল কেন্দ্রে পবন সিং সরে দাঁড়ানোর পর কাকে প্রার্থী করা হবে তা এখনও ঘোষণা করেনি বিজেপি। ‘অনুব্রত গড়’ নামে পরিচিত বীরভূমের প্রার্থীর নামও এখনও প্রকাশ করা হয়নি। একইরকমভাবে ঝাড়গ্রামের প্রার্থীর নাম ঘোষণা করাও বাকি। ইতিমধ্যেই বাংলার বাকি ৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসতে শুরু করেছে একাধিক নাম। শেষ অবধি কাকে টিকিট দেওয়া হয় সেটাই এবার দেখার।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…