অ্যাকাউন্টে মাত্র ৬,০০০ টাকা! কেষ্টগড়ে BJP প্রার্থী প্রিয়া সাহার বিদ্যের দৌড় ও সম্পত্তির পরিমাণ অবাক করবে

বাংলা হান্ট ডেস্কঃ গত শনিবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP)। দেশের ১৯৫টি লোকসভা কেন্দ্র থেকে কারা প্রার্থী হচ্ছেন তা ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্রের শাসক দল। এর মধ্যে বাংলার রয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে একজন হলেন প্রিয়া সাহা (Priya Saha)। আসন্ন লোকসভা ভোটে অনুব্রত-গড় বোলপুর (Bolpur) থেকে লড়তে দেখা যাবে তাঁকে।

বহু বছর থেকে বিজেপির সঙ্গে যুক্ত প্রিয়া। ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। জয়ী হয়ে কাউন্সিলর হন। এরপর ২০১৬ এবং ২০২১ বিধানসভা ভোটে সাঁইথিয়া কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে তাঁকে দাঁড় করানো হয়। তবে তৃণমূল কংগ্রেসের নিলাবতী সাহার কাছে পরাজিত হন। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি।

বোলপুরের পদ্ম-প্রার্থী সংস্কৃতে অনার্স। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন প্রিয়া। তাঁর বিরুদ্ধে থানায় কোনও প্রকার এফআইআর অথবা মামলা দায়ের করা হয়নি। শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) তো জানা হয়ে গেল, এবার তাহলে চলুন প্রিয়ার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ (Net Worth) জেনে নেওয়া যাক।

২০২১ সালে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন প্রিয়া। সেই সময় তাঁর হাতে ছিল ২৭,০০০ টাকা। অপরদিকে সেভিংস অ্যাকাউন্টে ছিল ৬,০০০ টাকা। এছাড়া ৪১১২ টাকার একটি এলআইসি পলিসি ছিল তাঁর। সেই সময় প্রিয়ার কাছে ৫০ গ্রাম ওজনের সোনার গয়না ছিল। যার আনুমানিক বাজারদর ছিল ২ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা মতো। সব মিলিয়ে, প্রিয়ার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২ লক্ষ ৭১ হাজার ৮১২ টাকা। সেই সঙ্গেই তাঁর নামে ১৪৪০ স্কোয়্যার ফুটের একটি বাড়ি ছিল। সেই হিসেবে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ ‘আমাদের দলে আসুন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

priya saha bjp

২০২১ সালে প্রিয়ার স্বামী মন্টু চৌধুরীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাক্রমে ৮৭০২ টাকা, ৩৭৫০০ টাকা, ২৯৮ টাকা এবং ৬৮৮৩ টাকা ছিল। তাঁর নামে একটি স্কুটি ছিল। সেই সময় যার বাজারদর ছিল প্রায় ৬২,০০০ টাকা। প্রিয়ার স্বামীর নামে ২০ গ্রাম ওজনের সোনার গয়না ছিল। তখন দাঁড়িয়ে যার বাজারদর ছিল প্রায় ৯৩,৮৮০ টাকা। সব মিলিয়ে, ২০২১ সালে মন্টু চৌধুরীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২ লক্ষ ৬৪ হাজার ২৬৩ টাকা। এছাড়া সেই সময় তাঁর নামে যে বাড়ি, জমিজমা ছিল সেগুলির মূল্য ছিল ১৬ লক্ষ ১৫ হাজার ৮০০ টাকা। ২০২৪ সালে প্রিয়া সাহা এবং মন্টু চৌধুরীর সম্পত্তির পরিমাণ বাড়লো নাকি কমলো সেটাই দেখার বিষয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর