BJP নেতার বাড়িতে তাজা বোমা! ‘লাড্ডু নাকি যে না মেরে ওভাবে সাজিয়ে রাখবে? পাল্টা প্রশ্ন উদয়নের

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হল ‘দিল্লি দখলের লড়াই’। আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024)। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের তিন আসনে ভোট আজ। সকাল থেকেই নানান জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। কোথাও বিজেপি কর্মীকে হাঁসুয়া দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠেছে, কোথাও আবার পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এসবের মাঝেই এবার বিজেপি (BJP) নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা।

একদিকে চলছে ভোট, অন্যদিকে বিজেপির বুথ সভাপতির বাড়ির ‘দুয়ার’ থেকে উদ্ধার হল বোমা। দিনহাটা (Dinhata) ভিলেজ ২-তে ঘটনাটি ঘটেছে। খোদ বিজেপি নেতার বাড়ির সামনে থেকে বোমা (Bomb) উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার (Cooch Behar)। সামনে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। কখনও কাঠগড়ায় তোলা হচ্ছে তৃণমূলকে, কখনও আবার নিশানায় বিজেপি। তবে এবার দিনহাটা ভিলেজ ২ বিজেপি বুথ সভাপতির বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হওয়ায় চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি নেতা জানান, সকালে বুথে যাবেন বলে বাড়ি থেকে বেরোচ্ছিলেন। সেই সময়ই সিঁড়ির সামনে তাজা বোমা পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুনঃ ফের উত্তপ্ত শীতলকুচি! ভোট দেওয়ায় বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর হাতে ও মাথায়

বিজেপির বুথ সভাপতির অভিযোগ, ভোটের আগে থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বুথে গেলে খারাপ ফল ভোগ করতে হবে, দেওয়া হয় এমন হুঁশিয়ারি। বিজেপি নেতাকে লক্ষ্য করে বোমা মারার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপরেই ভোটের দিন সকালে তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা। তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

cooch behar dinhata bomb found in bjp worker's house

এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে এক সংবাদমাধ্যমের তরফ থেকে জিজ্ঞেস করা হয়, পোলিং এজেন্টদের বাড়ির সামনে বোমা রেখে দেওয়ার অভিযোগ উঠছে, আপনি কী বলছেন? জবাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘বোমা না মেরে কেউ বাড়ির সামনে সাজিয়ে রাখবেন? এটা কি লাড্ডু যে বাড়িতে সাজিয়ে রাখবে?’

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর