রাত পোহালেই ভোট, তার আগে বোমা উদ্ধার! এগরায় শিশু শিক্ষা কেন্দ্রে যা ঘটল … তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই ভোট। শনিবার বাংলায় ষষ্ট দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। কাঁথি, তমলুক, মেদিনীপুর সহ রাজ্যের বেশ কয়েকটি হাইভোল্টেজ কেন্দ্রে ভোট রয়েছে আগামীকাল। তার আগে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ‘শুভেন্দু গড়’। সেই ঘটনার রেশ পুরোপুরি কাটার আগে এবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা থেকে উদ্ধার হল বোমা।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদিন স্থানীয় বাসিন্দারা এলাকার একটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাদের ওপর বোমা পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে এগরা (Egra) থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। এদিকে আগামীকাল নির্বাচন রয়েছে কাঁথি, মেদিনীপুর, তমলুকে। তার আগে কে বা কারা এই বোমাগুলি (Bomb) মজুত করেছিল? তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

আজই অবশ্য প্রথম নয়, কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের একটি বাগান থেকেও ১৩টি বোমা এবং প্রায় ৮ কেজি বোমা বানানোর মশলা উদ্ধার হয়েছিল। স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির কাজ চলত বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মারাত্মক অভিযোগ! দেবের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল মামলা

এর আগে গত বছর মে মাসেও সংবাদের শিরোনামে উঠে এসেছিল এগরা। বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের সেই ঘটনা এখনও অনেকের মনে আছে। তীব্র সেই বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। খাদিকুল গ্রামে হওয়া সেই বিস্ফোরণের যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাঁরা জানিয়েছিলেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তায় দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল।

Bombs recovered from Egra Purba Medinipur

এলাকাবাসীরা জানিয়েছিলেন, গ্রামে অনেকের বাড়িতেই বাজি তৈরির কারখানা ছিল। তবে সত্যিই কি শুধু বাজি তৈরি নাকি এর আড়ালে বানানো হতো ‘অন্য কিছু’? সেই সময় অনেকের মনে দেখা দিয়েছিল এই প্রশ্ন। এরপর প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে কৃষ্ণপদ ওরফে ভানু বাগের নাম। কিন্তু জবানবন্দি নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্র মারফৎ জানা যায়, ৮০% ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভানু। কথা বলার ক্ষমতাও কার্যত হারিয়েছিলেন। শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর