বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শিয়রে। রবিবার ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। রাজ্য রাজনীতির পরিচিত মুখের পাশাপাশি একাধিক নতুন মুখও স্থান করে নিয়েছে এবারের তালিকায়। সেই সঙ্গেই ভিন রাজ্যের বেশ কিছু তারকা প্রার্থীকেও টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাঁদের মধ্যে অন্যতম হলেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)।
বাংলার রাজনীতিতে ‘বহিরাগত বনাম ভূমিপুত্র’ ইস্যু নতুন নয়। এবার এই ইস্যুতেই তৃণমূল (TMC) বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিশানা করলেন নিজের কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পাওয়া প্রার্থীকেও। এদিন সুকান্তবাবু বলেন, ‘তৃণমূলের তালিকা প্রকাশের আধ ঘণ্টা আগেই ভাইপো বড় বড় ডায়লগ দিচ্ছিল। বিজেপি অ্যান্ট বাঙালি, এসব ডায়লগ দিচ্ছিল। এবার যখন প্রার্থী তালিকা প্রকাশ পেল, তখন দেখা গেল বাইরে থেকে প্রার্থী আনা হয়েছে’।
#WATCH | Sandeshkhali, North 24 Parganas: West Bengal BJP President Sukanta Majumdar says, “Just half an hour before the TMC’s list was announced, Abhishek Banerjee was making statements like BJP is anti-Bengal. Now, when the candidates are announced, it’s clear that TMC is… pic.twitter.com/jDFEhPZOkv
— ANI (@ANI) March 10, 2024
সুকান্তর প্রশ্ন, ‘কীর্তি আজাদ কোন বাঙালি আমি জানি না, ইউসুফ পাঠান কোন বাঙালি আমি জানি না। ইউসুফ পাঠান এবং মোদীজি দুজনেই গুজরাতের। মোদীজি বহিরাগত হলে সেই তকমা এঁনাদের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়? এবার গুজরাটি মুসলিমকে প্রার্থী করা হল, কোনও বাঙালি মিলল না এবার? এটা লজ্জার। অ্যান্টি বাঙালি পার্টি আসলে তৃণমূল কংগ্রেস’, দাবি করেন সুকান্তবাবু।
আরও পড়ুনঃ ভোট টানতে প্রাক্তন স্বামীর পদবী ব্যবহার! শুরুতেই সৌমিত্র-র কাছে এক গোল খেলেন তৃণমূলের সুজাতা
‘বহিরাগত বনাম ভূমিপুত্র’ ইস্যুতে তৃণমূলকে (Trinamool Congress) নিশানা করেই থামেননি বিজেপির (BJP) রাজ্য সভাপতি। এরপর নিজের কেন্দ্রের প্রার্থীকেও নিশানা করেন তিনি। আসন্ন লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্র থেকে লড়তে দেখা যাবে সুকান্ত মজুমদারকে। সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থীকেও নিশানা করেন বিজেপি নেতা। সুকান্তবাবুর দাবি, কোনও প্রার্থী না পেয়ে তাঁকে দাঁড় করিয়েছে তৃণমূল।
চলাফেরা করতে পারেন না, কয়েকদিন আগে চোখের অপারেশন হয়েছে, তাঁকে ভোটে লড়াচ্ছে তৃণমূল। এখানেই না থেমে সুকান্তবাবু বলেন, আগামী দিনে ওনাকে সিবিআই, ইডি ধরতে পারে । ওনাকে তৃণমূল প্রার্থী করেছে। এই বৃদ্ধ বয়সে হারতে হবে বলে তুমুল আক্রমণ করেন সুকান্তবাবু।