হোঁচট খেয়ে পড়লেন সাবিত্রী! শোনামাত্রই ছুটলেন অভিষেক, কে এই মহিলা?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট আসন্ন। এই আবহে জেলায় জেলায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি যেমন মালদহের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তিনি। এরপর মুখোমুখি হন সংবাদমাধ্যমের।

এদিন মালদহের একটি বেসরকারি হোটেলে পর্যালোচনা বৈঠক করেন অভিষেক। সেখানে উপস্থিত ছিলেন মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির সদস্য, বিধায়ক (TMC MLA), প্রার্থী, পঞ্চায়েত সমিতি, ব্লক সভাপতি এবং জেলা পরিষদের জনপ্রতিনিধিরা। জানা যাচ্ছে, শনিবার পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

জানা যাচ্ছে, মালদহের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় বেশ কিছু বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীন মুর্শিদাবাদের ফরাক্কা এবং সামশেরগঞ্জ পড়ে। এই দুই আসনের বিধায়ক এবং দলীয় নেতৃত্ব অভিষেকের বৈঠকে উপস্থিত ছিলেন। জানা যাচ্ছে, এখানকার পঞ্চায়েত ও পুরসভা দখলে থাকলেও বেশ কিছু এলাকায় কী করে বিজেপি এগিয়ে গেল, তা নিয়ে কথা বলেন অভিষেক।

আরও পড়ুনঃ ED-র পর এবার আক্রান্ত NIA, দুই অভিযুক্ত তৃণমূল নেতাকে গাড়িতে তুলতেই হামলা গ্রামবাসীর

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মুখে বারবার শিরোনামে উঠে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের ভেতর কোনও কোন্দল বরদাস্ত করা হবে না, এহেন বার্তাও দেন অভিষেক। তিনি বলেন, উনিশের লোকসভা নির্বাচনে একটি কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল এবং আরেকটিতে কংগ্রেস। কিছু কিছু জায়গায় আমাদের দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে। তবে একুশের বিধানসভা ভোটে এখানকার মানুষ আমাদের দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। পঞ্চায়েত নির্বাচনেও মানুষ পাশে থেকেছে।

এখানেই না থেমে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে আসীন করার পিছনে মালদহের অবদান ব্যাপক। এখানে উন্নয়নের ধারা বজায় আছে বলেও মন্তব্য করেন তৃণমূল ‘সেনাপতি’। আসন্ন লোকসভা ভোটে এখানকার দু’টি আসনেই জয়লাভ করার বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান ডায়মন্ড হারবারের সাংসদ।

abhishek banerjee sabitri mitra

অভিষেক যখন সাংবাদিক বৈঠকে এসব কথা বলছিলেন, তখন পিছন থেকে আচমকা কয়েকজন চিৎকার করে ওঠেন। তা কানে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নিরাপত্তারক্ষীদের থেকে বিষয়টি জানতে চান। বিধায়ক পড়ে গিয়েছেন শুনেই তৎক্ষণাৎ ছুটে যান তিনি। জানা গিয়েছে। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সিঁড়ি থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান। তা দেখে কয়েকজন চিৎকার করে ওঠেন। তবে সাবিত্রীদেবীর কোনও শারীরিক অসুস্থতা নেই, তিনি এখন স্থিতিশীল আছেন বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর