বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে শিয়রে। এই আবহে কয়েকদিন আগেই উত্তরবঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই বাংলায় আসছেন তিনি। ১০ এপ্রিল রাজ্যের বুকে ‘শাহি সভা’ অনুষ্ঠিত হতে চলেছে বলে খবর।
আগেই শোনা গিয়েছিল, চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election) উত্তরবঙ্গকে পাখির চোখ করতে চাইছে বিজেপি। এবার বিজেপি (BJP) সূত্রে জানা গেল, আগামী ১০ এপ্রিল উত্তরবঙ্গেই সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সমর্থনে সভা করার কথা আছে প্রবীণ বিজেপি নেতার।
উনিশের লোকসভা নির্বাচনে বাংলার ১৮টি লোকসভা কেন্দ্রে পদ্ম ফুটেছিল। এর মধ্যে অন্যতম হল বালুরঘাট (Balurghat)। এখান থেকে জিতে সংসদে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবারও তাঁর ওপর আস্থা রেখেছে গেরুয়া শিবির। আগামী ১০ এপ্রিল তাঁর সমর্থনেই অমিত শাহ সভা করবেন বলে খবর।
আরও পড়ুনঃ ‘সাদা প্যাকেটে মুড়ে টাকা নিয়েছে’, ভূপতিনগর কাণ্ডে NIA-র বিরুদ্ধে অভিযোগ কুণালের, ফাঁস করবেন ভিডিও?
আগামী ১৯ এপ্রিল থেকে রাজ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে নির্বাচন হবে। ২৬ এপ্রিল তথা দ্বিতীয় দফায় ভোট হবে বালুরঘাটে। ওই একই দিনে দার্জিলিং এবং রায়গঞ্জেও ভোট গ্রহণ পর্ব চলবে। তার আগে আগামী ১০ তারিখ দক্ষিণ দিনাজপুর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুনিয়াদপুর রেলস্টেশন মাঠে তাঁর সভা করার কথা আছে।
প্রসঙ্গত, অমিত শাহ আগেই বলেছিলেন, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফলাফল করবে বিজেপি। ৪২টি কেন্দ্রের মধ্যে ৩৫টিতে পদ্ম ফোটার কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। এরপর অবশ্য দলের অনেক নেতার মুখেই শোনা গিয়েছে ২৫টি আসনে জয়ের কথা। ভোটের এই আবহে ‘শাহি সভা’র প্রভাব ভোট বাক্সে কতখানি পড়ল তা অবশ্য আন্দাজ করা যাবে ফলপ্রকাশের পর।
এদিকে লোকসভা নির্বাচন আসন্ন হলেও বাংলার দু’টি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি বিজেপি। এর মধ্যে অন্যতম হল ডায়মন্ড হারবার। তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবির কাকে দাঁড় করায় সেদিকে নজর সকলের।