বাংলা হান্ট ডেস্কঃ গণতন্ত্রের উৎসবের দিন উত্তপ্ত কোচবিহার (Cooch Behar)! ভোটের (Lok Sabha Election 2024) দিন সকাল থেকেই এই কেন্দ্রে নানান অশান্তির খবর সামনে আসছে। বিজেপি কর্মীকে হাঁসুয়ার কোপ থেকে শুরু করে ভোটারের চোখ ফাটিয়ে দেওয়া, ইতিমধ্যেই একাধিক ঘটনা ঘটেছে এখানে। সেই সঙ্গে আবার তৈরি হয়েছে দু’টো সমস্যা। একদিকে ভোটারদের আটকানো হচ্ছে। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছচ্ছে না QRT। অন্যদিকে আটকে রাখা হয়েছে খোদ ভোটকর্মীদের (Vote Workers)!
জানা যাচ্ছে, মাথাভাঙায় (Mathabhanga) শিকারপুর বিডিও অফিসে ভোট করাতে আসা সরকারি কর্মীদের আটকে রাখা হয়েছে। বিডিও অফিসের (BDO Office) কলাপসিবলে গেটে তালা ঝুলিয়ে তাঁদের রীতিমতো ‘বন্দি’ করে রাখা হয়েছে বলে অভিযোগ। ভোট করাতে আসা ভোটকর্মীদের এভাবে আটকে রাখার নজির নেই বললেই চলে। স্বাভাবিকভাবেই মাথাভাঙার এই ঘটনার নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ভোটের দিন মর্মান্তিক মৃত্যু! বুথের বাইরেই প্রয়াত সিপিএম কর্মী…
‘আটক’ সরকারি কর্মীদের অভিযোগ, রীতিমতো গরু-ছাগলের মতো আচরণ করা হয়েছে তাঁদের সঙ্গে। একজন সরকারি কর্মী জানান, তাঁরা একটি ঘরে ছিলেন, সেখানেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়জন আবার বলেন, ‘ভোট ৪টের মধ্যে তৈরি হয়ে গিয়েছিলাম। এখানে আমাদের যারা আটক করেছেন, তাঁরাও সরকারি কর্মচারী। আমি বিডিও কিংবা কোনও অফিসারকে দোষারোপ করব না। একজন গ্রুপ ডি স্টাফ রাতে লাফ মেরে বলে বিয়ে বাড়িতে ভাত খেতে এসেছো, আমাদের লাথি মেরে তুলেছে’।
আর একজন ভোটকর্মী আবার বলেন, ‘আমরা যখন রাতে আসি, মদ্যপ অবস্থায় থাকা একজন ভদ্রলোক গালিগালাজ করতে থাকেন’। এই প্রসঙ্গে বিডিও সাহেবের বক্তব্য, ভোটকর্মীদের কোথাও তালা মেরে রাখা হয়নি, তাঁদের এসি ঘরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিডিওর তরফ থেকে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, আজ রাজ্যের তিনটি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও ভোট হচ্ছে। এর মধ্যে সকাল থেকেই কোচবিহারের নানান জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে।