বাংলা হান্ট ডেস্ক : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। ২০২৪ লোকসভা ভোটের এখনও বাকি কয়েক মাস। তবে ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। বর্তমানে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সকলেই। সব ঠিকঠাক চললে লোকসভায় এবার এনডিএ ভার্সাস ইন্ডিয়া। কেমন হতে পারে আসন্ন লোকসভার রাজ্যভিত্তিক ফল? সম্প্রতি এই নিয়ে সামনে এসেছে লেটেস্ট সমীক্ষার আপডেট।
TV-CNX-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিরোধী মহাজোট INDIA কে পরাস্ত করে এবারও ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA সরকার। অর্থাৎ তৃতীয়বারের জন্য ফের উত্তোলিত হবে গেরুয়া পতাকা। তবে সমগ্র দেশের পাশাপাশি তবে প্রতিটি রাজ্যের ক্ষেত্রেও এই সমীক্ষায় দারুন চমক উঠে আসছে। TV-CNX এই সমীক্ষা চালিয়েছিল গত ২০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, এই সময়ের মধ্যে।
প্রথমেই আসি রাজধানী দিল্লির রিপোর্টে । দিল্লি- TV-CNX-এর সমীক্ষা অনুযায়ী, মোট ৫২ শতাংশ ভোট পেতে চলেছে BJP। অর্থাৎ অর্ধেকের থেকেও বেশি ভোট আসতে চলেছে বিজেপির ঝুলিতে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী কেজরিওয়ালের আম আদমি পার্টি পাবে ২৫ শতাংশ। কংগ্রেস পাবে ১৭ শতাংশ আসন। ৭ টি আসন পেতে পারে মোদীর দল।
মহারাষ্ট্রের চিত্রটা অবশ্য কিছুটা ভিন্ন। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কংগ্রেস ও বিজেপি জোটের মধ্যে। TV-CNX-এর সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রে BJP পেতে পারে ৩২ শতাংশ আসন। NCP পেতে পারে ১০ শতাংশ আসন। BJP নেতৃত্বাধীন জোটের ঝুলিতে ৪৭ শতাংশ, অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে পারে ৪২ শতাংশ আসন। যেখানে BJP পেতে পারে ২২টি আসন, সেখানে কংগ্রেস পেতে পারে ৯টি আসন।
আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতির জের! ফিরহাদের পাশাপাশি মদন মিত্রের বাড়িতেও CBI হানা, সঙ্গে প্রচুর CRPF
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসেনা ৪টি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা পেতে পারে ৮টি আসন। শরদ পাওয়া এবং অজিত পাওয়ারের ঝুলিতে যেতে পারে ১ টি করে আসন। গোয়াতে অর্ধেকের বেশি আসন পেতে পারে বিজেপি। BJP পাবে ৫৬ শতাংশ ভোট। সেখানে কংগ্রেস পেতে পারে ৩৫ শতাংশ।
উত্তরাখণ্ড ও গুজরাটে অব্যাহত থাকবে গেরুয়া দাপট। TV-CNX-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, উত্তরাখণ্ডে ৫টি আসনেই জয় পাবে BJP। TV-CNX-এর সমীক্ষা অনুযায়ী গুজরাটে ২৬টি আসনই যাবে বিজেপির ঝুলিতে।
আর TV-CNX-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ৪২টি লোকসভা আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে BJP পেতে পারে ১০টি আসন। বাংলার শাসকদল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ঝুলি ভরে ৩০টি আসন পেতে পারে। BJP পেতে পারে ৩৬ শতাংশ ভোট। সেখানে তৃণমূল পেতে পারে ৪৮ শতাংশ ভোট। কংগ্রেস পাবে ৭% ও বামফ্রন্ট পেতে পারে ৬% ভোট।