মান্যতা পেল না বিরোধীদের আপত্তি! গভীর রাতে লোকসভায় পাশ হল ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ টানা ১২ ঘন্টার ম্যারাথন বিতর্কের পর অবশেষে গতকাল রাত দু’টোয় লোকসভায় পাশ হয়েছে ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল (Waqf Bill)। বুধবার গভীর রাতে লোকসভায় এই বিল নিয়ে তৈরী হয় মহা নাটকীয় পরিস্থিতি। এসবের মধ্যেই এই বিল নিয়ে সাংসদদের মত জানতে চান লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর ধ্বনি ভোট দেন সাংসদরা। ভোটাভুটি শেষে জানা যায়, বিলের পক্ষে মোট ২৮৮ টি ভোট আর বিপক্ষে মোট ২৩২টি ভোট পড়েছে। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদের নিম্নকক্ষ।

লোকসভায় পাশ ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল (Waqf Bill)

লোকসভায় বুধবার ওয়াকফ বিল (Waqf Bill) পেশ করেছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। যৌথ সংসদীয় কমিটির পরামর্শের উপর ভিত্তি করে এই সংসদীয় বিল পেশ  করা হয়। যৌথ সংসদীয় কমিটি এই বিলে মোট ১৪টি সংশোধনের অনুমোদন করেছিল। ধ্বনি ভোটের মাধ্যমে প্রায় ৪০টি সংশোধনী নিয়ে ভোটাভুটি হয়। দীর্ঘ ১২ ঘণ্টার বেশি সময় ধরে বিতর্কের পর অবশেষে  ধ্বনি ভোটে পাশ হয় এই ওয়াকফ সংশোধনী বিল। এই বিল নিয়ে মতামত জানানোর জন্য লোকসভার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কিরেন রিজিজু।

আরও পড়ুন: শুধু সময়ের অপেক্ষা! কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন কবে? দিনক্ষণ জানালেন মমতা

জানা যাচ্ছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে এই বিল পেশ হবে রাজ্যসভায়। সারা দেশে ওয়াকফ সম্পত্তির পরিচালনা এবং তার ওপর নিয়ন্ত্রণের জন্য এই ওয়াকফ বিলে (Waqf Bill) সংশোধন আনা হয়েছে। বিরোধীদের চরম আপত্তির মাঝেও গতকাল রাতে এই বিল হওয়ার পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিরোধীদের আক্রমণ শানিয়ে বলেছেন, ‘কিছু সদস্য বিল কে সংবিধানিক বলেছেন। তাই যদি হয় তাহলে তারা বিলকে বয়কট কেন করছেন না? এক্ষেত্রে অসংবিধানিক শব্দ ব্যবহার করা ঠিক নয়।’ বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে কিরেন রিজিজুর দাবি, সারা বিশ্বের মধ্যে একমাত্র ভারতের সংখ্যালঘুরা সব থেকে নিশ্চিন্তে আছেন। তাঁর দাবি, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে না সংশোধিত ওয়াকফ বিল।

ওয়াকফ বিল কি?

আসলে ইসলাম ধর্মে যাঁরা বিশ্বাসী তাঁরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করেন, সেটাকে ওয়াকফ বলে। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায়  না। এমনকি কোনো ব্যবসায়ীক স্বার্থেও ব্যবহার করা সম্ভব নয়। কারণ ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X