বাংলা হান্ট ডেস্কঃ এবারের লোকসভা ভোটে ‘কাটে কা টক্কর’ হয়েছে INDIA-NDA-র। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি। ফলে বাধ্য ওয়ে মিলিজুলি সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী। এবার স্পিকার নির্বাচনেও (Lok Sabha Speaker) জোর লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে NDA সরকারকে। ওম বিড়লার (Om Birla) বিপক্ষে পাল্টা প্রার্থী দিল INDIA।
আগে শোনা গিয়েছিল, স্পিকার পদে প্রার্থী দেবে না বিরোধী শিবির। বরং ডেপুটি স্পিকার পদটি পাখির চোখ করছে তারা। সূত্রের খবর, মঙ্গলবার এই নিয়ে মল্লিকার্জুন খাড়্গে এবং রাজনাথ সিংয়ের মধ্যে আলোচনাও হয়েছিল। স্পিকার নির্বাচনে (Speaker Election) বিরোধীদের সমর্থন চান রাজনাথ। এরপর INDIA জোটের সকল শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে ডেপুটি স্পিকার (Deputy Speaker) পদের শর্তে ওমকে সমর্থনের কথা বলেন কংগ্রেস সভাপতি। কিন্তু বুধ সকালেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র।
জানা যাচ্ছে, কেন্দ্রের শাসক জোটের তরফে কথা রাখা হয়নি। ডেপুটি স্পিকার পদও তারা ছাড়তে চায়নি বলে খবর। এরপরেই স্পিকার পদে মনোনয়ন জমা করেন প্রবীণ কংগ্রেস নেতা কে সুরেশ (K Suresh)। একেবারে শেষ লগ্নে বিরোধীরা প্রার্থী দেওয়ায় বুধবার স্পিকার নির্বাচন হতে চলেছে। সকাল ১১টা নাগাদ ভোট হবে বলে খবর। মুখোমুখি হবেন ওম বিড়লা এবং কে সুরেশ।
আরও পড়ুনঃ ‘সেরা’ ও ‘জঘন্য’ পুরসভার নাম ঘোষণা মমতার! আপনার পুরসভার নাম কোন তালিকায়?
এদিকে এদেশে সাম্প্রতিক অতীতে এই প্রথম লোকসভার স্পিকার নির্বাচনে ভোটাভুটি হতে চলেছে। কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এতদিন সাধারণত বিরোধিতা ছাড়াই লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছে। গত দু’বারের লোকসভা ভোটের পর এভাবেই স্পিকারের পদে আসীন হয়েছিলেন ওম বিড়লা। তবে এবার কড়া লড়াইয়ের মুখে পড়তে হবে তাঁকে। প্রবীণ কংগ্রেস নেতা কে সুরেশের বিরুদ্ধে লড়তে হবে ওমকে।
এদিকে সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই প্রসঙ্গে বলেন, লোকসভার স্পিকার নির্বাচনে আমরা কোনও রকম আপত্তি করব না। তবে ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের দিতে হবে। সেই বিষয়ে শাসক জোটের কোনও রকম আপত্তি মানা হবে না। তবে জানা যাচ্ছে, এই বিষয়ে টালবাহানার জেরে এবার স্পিকার পদে প্রার্থী দিল INDIA। শেষ অবধি কে বাজিমাত করে সেটাই এবার দেখার।