লোকসভায় রূদ্ররূপ ধারণ স্পিকারের! ‘হাত বের করুন…’, এবার মন্ত্রীকেই ধমক ওমের!

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে শাসকদল এবং বিরোধীদের মধ্যে সংসদে তর্ক বিতর্ক চলছে। আরোপ, পাল্টা আরোপের ধারা অব্যাহত। এর মাঝেই হঠাৎ রেগে গেলেন স্পিকার ওম বিড়লা (Om Birla)। সবার সামনেই কেন্দ্রীয় মন্ত্রীকে ধমক দিলেন তিনি।

কাকে ধমক দিলেন স্পিকার (Om Birla)?

এদিন লোকসভায় (Lok Sabha) প্রশ্নকালের সম বেঙ্গালুরু গ্রামীণের বিজেপি সাংসদ ডাঃ সী এন মঞ্জুনাথ কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। সেই সময় একজন মন্ত্রীর হাবভাবের দিকে নজর যায় স্পিকারের। সঙ্গে সঙ্গে উনি বলে ওঠেন, ‘মন্ত্রীজি পকেট থেকে হাত বের করুন’। কোন মন্ত্রীকে উনি একথা বলেছেন সেটা দেখা না গেলেও এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

   

সংশ্লিষ্ট মন্ত্রীকে (Union Minister) পকেট থেকে হাত বের করতে বলার পর ওম বিড়লা বলেন, আমি মাননীয় সদস্যদের কাছে অনুরোধ করব, পকেটে হাত দিয়ে আসবেন না। আরও একটা বিষয় বলব, যখন কোনও সদস্য বক্তব্য রাখবেন, তখন কেউ তাঁকে পেরিয়ে সামনে আসবেন না। পিছনে গিয়ে বসে পড়বেন।

আরও পড়ুনঃ গভীর রাতে জোর ঝটকা! আচমকা রাজ্য সভাপতি পাল্টে দিল বিজেপি! কে পেলেন দায়িত্ব?

কথা বলতে বলতে ফের একবার মেজাজ হারাতে দেখা যায় স্পিকারকে। চিৎকার করে জিজ্ঞেস করেন, মাঝখানে কেন কথা বলছেন মন্ত্রীজি? আপনি কী জিজ্ঞেস করতে চান বলুন। আপনি কি পকেটে হাত রাখার অনুমতি দেবেন?

Om Birla

এখানেই শেষ নয়, কত বড় প্রশ্ন জিজ্ঞেস করা যায় তা নিয়েও এদিন বলেন ওম বিড়লা (Om Birla)। আসলে বেঙ্গালুরু গ্রামীণের বিজেপি সাংসদ মঞ্জুনাথের প্রশ্ন একটু বড় হয়ে গিয়েছিল। সেই প্রসঙ্গে স্পিকার বলেন, আপনি অনেক বড় ডক্টর। তবে আপনি নতুন এবং অনেক বরিষ্ঠ একজন সদস্য। কিন্তু প্রশ্নকালে সংক্ষিপ্ত প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। যেকথা শুনে মাথা নেড়ে সম্মতি জানান মঞ্জুনাথ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর