অমিত সরকার: বক্তব্যের পরপরই লোকসভা স্পিকারের সমালোচনা করেছেন বহু মানুষ। এমন পদে বসে এরকম কথা লেখা যায় কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।
মানবাধিকার সংগঠন পিইউসিএলের রাজস্থান শাখার সভাপতি কবিতা শ্রীবাস্তব এর নিন্দা করে বলেছেন, কোনও একটি গোষ্ঠী বা সম্প্রদায়কে সমাজের বাকি অংশের থেকে উঁচু আসনে বসানো সংবিধানের ১৪ অনুচ্ছেদের পরিপন্থী।
কোটায় অখিল ব্রাহ্মণ মহাসভার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘ব্রাহ্মণরা সবসময় নেতৃত্ব দেয়। অন্যদের দিশা দেখায়। অবদান, আত্মত্যাগ ও নিষ্ঠার জন্য সমাজ তাঁদের শ্রদ্ধা করে।’ সেই একই বিষয় তিনি ট্যুইটেও লিখেছেন। ব্রাহ্মণদের প্রশংসা করে ফেসবুক পোস্টও করেছেন তিনি।