বাংলা হান্ট নিউজ ডেস্ক: জিম্বাবোয়ে সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেট খেললেও ভারতীয় দলের বিরুদ্ধে তাদের সেই ছন্দ দেখা যায়নি। প্রথমে ব্যাটিং করে গতকাল ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন ইনোসেন্ট কাইয়ারা। সিরিজ শুরুর আগে যদিও জিম্বাবোয়ে হুমকি দিয়ে রেখেছিল যে দ্বিতীয় দল পাঠিয়ে ভারত যদি ভাবে সহজেই তারা সিরিজটিতে তাহলে সেটা তারা হতে দেবে না। কিন্তু প্রথম ম্যাচে তাদের সেই কথার প্রতিফলন একেবারেই দেখা যায়নি।
প্রথমে ব্যাট করে দীপক চাহার, অক্ষর প্যাটেল, এবং প্রসিদ্ধ কৃষ্ণদের দাপুটে বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবোয়ের ব্যাটিং লাইনআপ। কুলদীপ যাদব বাদে প্রত্যেক ভারতীয় বোলারই উইকেট পান। উইকেট না পেলেও চায়নাম্যান স্পিনার যথেষ্ট কৃপণ বোলিং করেছেন। আর তারপর ব্যাট করতে নেমে একহইতে টোনা খুইয়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় শিখর ধাওয়ান এবং শুভমান গিলের জুটি। জিম্বাবোয়ের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ৩০ ওভারেই পৌঁছে যায় ভারত। এর মধ্যে দলের অধিনায়ক লোকেশ রাহুল একটি এমন কাজ করেছেন যার জন্য সকলে তার প্রশংসা করছে।
ম্যাচের আগে দুই দল যখন জাতীয় সঙ্গীতের জন্য সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিল, তখন ভারতীয় অধিনায়ক মুখ থেকে চুইংগাম বের করে ছুড়ে ফেলেন। মনে করা হচ্ছে দেশের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এই কাজটি করেছেন। এরপরই এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলে ভারতীয় অধিনায়কের এই কাজের প্রশংসা করেছেন।
KL Rahul took out the Chewing Gum from his Mouth before National Anthem 🇮🇳❤️
Proud of You @klrahul ❤️🔥#INDvsZIM | #CricketTwitter pic.twitter.com/3FzCUnZAQF
— KingShetty (@Kingshetty45) August 18, 2022
দীর্ঘদিন চোটে ভোগার পর এই সিরিজে চোট সারিয়ে এই সিরিজে অধিনায়ক হিসেবে ফিরেছেন তিনি। এরপর এশিয়া কাপেও খেলবেন তিনি। যদিও প্রথম ম্যাচে ওপেনার বাদে বাকি ব্যাটারদের মতো তিনিও ব্যাটিং করার সুযোগ পাননি।