শনিবার বিজেপির রাজ্য সদর দফতরে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে দেখার পর জোর জল্পনা উঠেছিল৷ প্রায় প্রতিটি সংবাদমাধ্যমেই হাসিনার বিজেপিতে যোগদানের গুঞ্জন চলছিল৷ এমনকি সামাজিক মাধ্যমেও এ নিয়ে কম বিতর্ক হয়নি৷ তবে এবার হাসিনার বিজেপির সদর দফতরে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করা নিয়ে নীরবতা ভাঙলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ না কোন রাজনৈতিক বিষয় নয় বরং লকেটের সঙ্গে পূর্ব পরিচিত হওয়ায় হাসিন তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানান লকেট চট্টোপাধ্যায়৷ অন্য দিকে হাসিন কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনিও একই কথা বলেছেন৷
উল্লেখ্য, বিবাহ বহির্ভূত সম্পর্ক একই সঙ্গে একাধিক অভিযোগ নিয়ে মোহাম্মদ স্বামীর বিরুদ্ধে মামলা রয়েছেন হাসিন জাহান৷ যদিও গত বছর মুম্বাইতে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু তার পর থেকেই হাসিনার রাজনৈতিক জীবন সম্পর্কে খুব একটা গুঞ্জন শোনা যায়নি৷ কিন্তু বারবার সংবাদমাধ্যমের পর্দায় তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে উঠে এসেছে৷ তাই শনিবার তাঁকে রাজ্য বিজেপির সদর দফতরে দেখতে পাওয়ায় অনেকেই বলতে শুরু করেছিলেন কংগ্রেস ছেড়ে এ বার হয়তো হাসিন বিজেপির আশ্রয়ে আসার চেষ্টা করছেন৷ যদিও সেই প্রসঙ্গে জল্পনায় খানিকটা জল ঢেলেছেন লকেট চট্টোপাধ্যায়, তিনি জানিয়েছেন বিজেপিতে এই মুহূর্তে হাসিন জাহানের যোগদানের কোনও সম্ভাবনাই নেই৷
যদিও এই প্রথমবার নয় এর আগে মহম্মদ সামির সঙ্গে যখন ঝামেলা তুঙ্গে উঠেছিল ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কালীঘাটের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন হাসিন৷ বিধানসভাতেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি৷ ভারতীয় দলের ক্রিকেটার তথা মোহাম্মদ স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, সেই সময়েও তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জোর গুঞ্জন উঠেছিল৷ শেষ অবধি তা কিছুই হয়নি৷