বাংলাহান্ট ডেস্ক: আক্ষরিক অর্থেই জি বাংলার শিয়রে শমন। গত সপ্তাহের টিআরপি লিস্ট দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। টানা এক বছর ধরে বাংলা সেরা থাকা ‘মিঠাই’কে (mithai) ছুঁয়ে ফেলেছে স্টার জলসার ‘গাঁটছড়া’ ও ‘আলতা ফড়িং’। তিনটি সিরিয়ালই একসঙ্গে জায়গা করে নিয়েছে প্রথম স্থানে। গোটা তালিকা জুড়েই দাপট দেখিয়েছে স্টার জলসার। পাত্তাই পাচ্ছে না জি বাংলা।
হারানো গৌরব ফিরিয়ে আনতে তাই এবার কোমর কষছেন লক্ষ্মী কাকিমা (lokkhi kakima superstar)। বেশ কয়েক বছর পর ছোটপর্দায় কামব্যাক করছেন অপরাজিতা আঢ্য। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এর প্রোমো ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। আর মাত্র এক সপ্তাহ পরেই পথ চলা শুরু করবে এই নতুন সিরিয়াল। তার আগেই আরো এক স্লট বদলালো লক্ষ্মী কাকিমা।
আগে জানা গিয়েছিল, সন্ধ্যা ছটার সময়ে দেখা যাবে এই নতুন সিরিয়াল। অর্থাৎ ‘করুণাময়ী রাণী রাসমণি’র জায়গায় আসার কথা ছিল নতুন সিরিয়ালটির। পরিবর্তে দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলা রাণী রাসমণির শেষ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু এবার জানা গেল, আবারো বদলেছে লক্ষ্মী কাকিমার টাইম স্লট।
সন্ধ্যা ছটায় নয়, বরং রাত সাড়ে আটটায় আসছে নতুন সিরিয়াল। উল্লেখ্য, ওই সময়েই সম্প্রচারিত হয় ‘অপরাজিতা অপু’। একটা সময় টিআরপি তালিকায় প্রথম পাঁচ সিরিয়ালের মধ্যে থাকত জি বাংলার এই সিরিয়াল। কিন্তু এখন অপু বিডিওর অবস্থা রীতিমতো শোচনীয়। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকার এক্কেবারে নীচে নেমে গিয়েছে এই সিরিয়াল। নবম নয়তো দশম স্থানে জায়গা হচ্ছে এই সিরিয়ালের।
https://www.instagram.com/tv/CZsBcvsBOJv/?utm_medium=copy_link
সম্ভবত সেই কারণেই প্রাইম স্লট খোয়াতে হচ্ছে অপরাজিতা অপুকে। বদলে জায়গা নিচ্ছে অপরাজিতা আঢ্যর মতো অভিজ্ঞ অভিনেত্রীর সিরিয়াল। সাড়ে আটটার স্লটে লক্ষ্মী কাকিমার প্রতিদ্বন্দ্বী স্টার জলসার ‘মন ফাগুন’, গত সপ্তাহে যে সিরিয়াল টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছিল। তবে অপরাজিতা অপুর নতুন কোনো টাইম স্লট এখনো ঘোষনা করা হয়নি চ্যানেলের তরফে।
এত তাড়াতাড়ি কি শেষ হয়ে যাবে অপু দীপুর গল্প নাকি ছটায় রাসমণির বদলে জায়গা নেবে তারা? তবে কি করুণাময়ী রাণী রাসমণিই শেষের পথে? একাধিক প্রশ্ন উঠলেও এখনো কোনো ঘোষনা করা হয়নি চ্যানেলের তরফে। অগত্যা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা দর্শকদের।