প্রেশার কুকার জিততে ‘দিদি নাম্বার ওয়ান’এ আসছে লক্ষ্মী কাকিমা! ভাইরাল চমকে দেওয়া প্রোমো

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় সিরিয়ালগুলির তালিকায় অনায়াসে জায়গা করে নেবে জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। খুব বেশিদিন হয়নি শুরু হয়েছে সিরিয়ালটি। কিন্তু প্রথম থেকেই দর্শকদের মন জিতে নিতে সক্ষম হয়েছে লক্ষ্মী কাকিমা। দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেই আধিপত‍্য কায়েম করে নিয়েছেন অপরাজিতা আঢ‍্য।

মধ‍্যবিত্ত যৌথ পরিবারের গল্প নিয়ে তৈরি লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এখানেও কূটকাচালি আছে বটে, তবে লক্ষ্মীর প্রিয় হাঁস অর্থাৎ তার বৌমা কিন্তু একেবারে শাশুড়ি ন‍্যাওটা। বিয়ের আগে থেকেই ‘লক্ষ্মীদি’র বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত হংসিনী। আর বিয়ের পরে তো কথাই নেই।

aparajita adya
তবে এই মুহূর্তে দাস পরিবারের উপর দিয়ে বড় ঝড় যাচ্ছে। লক্ষ্মীর শাশুড়ি মা অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে। তার চিকিৎসার জন‍্য চাই কয়েক লক্ষ টাকা। সুযোগ বুঝে পরিবারের ঘরশত্রু বিভীষণ মেজছেলে, ছোট বৌ আর লক্ষ্মীর বড় বৌমা ষড়যন্ত্র করে লক্ষ্মী আর তার স্বামীকে ফাঁসিয়ে বাড়ি ছাড়া করার জন‍্য।

সম্প্রতি একটি প্রোমোতে দেখা গিয়েছে, স্বামী, ছেলে, মেয়ে আর বৌমাকে নিয়ে ভাড়া বাড়িতে এসে উঠেছে লক্ষ্মী। সেখানে উনুনের ব‍্যবস্থা নেই। এদিকে স্টোভে খিচুড়ি ফুটতেই চায় না। তখনি পাশের বাড়ি থেকে টিভির আওয়াজ আসে, চলছে ‘দিদি নাম্বার ওয়ান’। ব‍্যস, আইডিয়া পেয়ে যায় লক্ষ্মী। দিদি নাম্বার ওয়ানে গিয়েই এবার প্রেশার কুকার জিতে আসবে লক্ষ্মী।

IMG 20220615 171652
সিরিয়াল আর জনপ্রিয় টিভি শোয়ের প্রোমো একসঙ্গে দেখে উচ্ছ্বসিত নেটনাগরিকরা। এই নাহলে লক্ষ্মী কাকিমা! একজন লিখেছেন, এই সিরিয়ালটি না দেখলেও বোঝাই যাচ্ছে সে দৃশ‍্যটা দারুন হতে চলেছে। তবে সিরিয়ালের গল্পেই কি লক্ষ্মীর দিদি নাম্বার ওয়ানে যাওয়া দেখানো হবে নাকি সত‍্যি সত‍্যিই গোটা টিমকে নিয়ে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে পৌঁছে যাবেন লক্ষ্মী কাকিমা তা এখনো স্পষ্ট নয়।

https://www.instagram.com/tv/Cex5igeqP3T/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, সিরিয়ালের শুরু থেকেই বেশ ভাল টিআরপি উঠছে লক্ষ্মী কাকিমা সুপারস্টারের। প্রথম দশের মধ‍্যেই বরাবর থাকে এই সিরিয়াল। গত সপ্তাহেও ৬.৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ছিল এই সিরিয়াল। এই সপ্তাহে কত নম্বর তুলতে পারে লক্ষ্মী কাকিমা অ্যান্ড কোং সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag

সম্পর্কিত খবর