রাত পোহালেই বাবা লোকনাথের প্রয়াণ দিবস! এই সময়ে পুজো করলেই মিলবে দুর্দান্ত ফল

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল রবিবার বাবা লোকনাথের (Baba Loknath) তিরোধান দিবস। ১২৯৭ বঙ্গাব্দের ১৯ জ্যৈষ্ঠ (ইংরেজি ১ জুন ১৮৯০ খ্রিষ্টাব্দ) মহাপ্রয়ান লাভ করেন তিনি। সেই থেকে ১৯ জ্যৈষ্ঠ দিনটিকে লোকনাথ বাবার তিরোধান দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। চলতি বছর ২০২৪ এ বাবা লোকনাথের তিরোধান দিবসের পুজোর শুভ সময় কখন, জানেন?

এ বছর ১৯ জ্যৈষ্ঠ পড়েছে ২ জুন, রবিবার৷ সেদিনই মহাসমারহে পালিত হবে সাধক লোকনাথের তিরোধান দিবস৷ রবিবার সকালে পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত রয়েছে দুইবার। সকাল ৬.৪৩ মিনিটে এবং তারপর সকাল ৯.২৫ মিনিটে। এরপর আবার রয়েছে দুপুরে। দুপুর ১২.০৬ মিনিটে এবং ২.৪৭-এ পুজোর জন্য শুভ সময় রয়েছে।

আরোও পড়ুন : মোদীর হাতেই ক্ষমতা? গদি পাচ্ছে না I.N.D.I.A জোট? দেখে নিন বাংলাহান্ট Pollstreet-র Exit Poll

এই চারটি সময়ের যেকোনো একটিতে পুজো করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। মনে করা হয় এই দিনটিতে ব্রহ্মচারী লোকনাথ দেবের পুজো করলে জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যায়। ফিরে আসে শান্তি। মঙ্গল হয় সংসারে। কিন্তু আপনি কি জানেন, কীভাবে বাবা লোকনাথের জীবনাবসান ঘটেছিল? কোথায় রয়েছে তাঁর সমাধি?

আরোও পড়ুন : বঙ্গে বাড়ছে BJP, ক্ষতি TMC-র! খাতা খুলছে বামও! বাংলাহান্ট Pollstreet-র Exit Poll-এ বড় তথ্য

বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর সমাধি। কথিত আছে, এই আশ্রমেই মহাসমাধি লাভ করেন তিনি। কিন্তু কীভাবে জীবনাবসান ঘটেছিল? বলা হয়, বারদীতে বসবাসকালে লোকনাথ বাবার এক ভক্তের ছেলের যক্ষা রোগ ধরা পড়ে। আর সেই রোগ সারিয়ে তোলার জন্য শরণাপন্ন হন বাবার কাছে।

বাবা লোকনাথ বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু আর বেশি দিন নেই। কিন্তু ভক্তের কল্যাণের জন্য তিনি সেই ছেলের শরীরের যক্ষ্মা নিজ শরীরে ধারণ করেন। অবিশ্বাস্য মনে হলেও একথা কিন্তু এক্কেবারে সত্যি। এরপর সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগ মুক্ত হয়ে সুস্থ হয়ে ওঠে। কিন্তু কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় লোকনাথ বাবার।

loknath 2

যক্ষ্মা রোগ ক্রমশ বাবা লোকনাথের শরীরেকে ঝাঁঝড়া করে দেয়। এরপর ১৯ জ্যৈষ্ঠ্য লোকনাথ বাবা দেহত্যাগের কথা ঘোষণা করেন। সে দিন বারদী আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয়। ১৯ জ্যৈষ্ঠ্যে দুপুর ১১টা ৪৫ মিনিট নাগাদ মহাসমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী। এই সময় তাঁর বয়স হয়েছিল ১৬০ বছর বয়স।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর